রাহুলের পড়ে যাওয়ার মুহূর্ত।
বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন আঠারো বছরের ছাত্রটি। সেই মতো ২০০ ফুট উচ্চতার দেওধারা পাহাড়ের নালিছুয়ান জলপ্রপাতে গিয়েছিলেন। কিন্তু, পশ্চিম ওড়িশার বরাগাঁও জেলায় ওই জলপ্রপাতে গিয়েই বিপত্তির মধ্যে পড়েন ওই কিশোর। পা পিছলে পড়ে যান তিনি। তবে ভাগ্যক্রমে এ যাত্রায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তবে গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছেন, ওই কিশোরের নাম রাহুল দেশ। তিনি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। গত বুধবার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন। তখনই ২০০ ফুট উপর থেকে পা পিছলে পড়ে যান রাহুল।
পিকনিকের মুহূর্ত মোবাইলে ভিডিয়ো করছিলেন রাহুলের এক বন্ধু। রাহুলের পা পিছলে নীচে পড়ে যাওয়ার মুহূর্ত ধরা পড়ে সেই ভিডিয়োতেই। পরে যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
রাহুলের পড়ে যাওয়ার মুহূর্ত, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: শবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন সব বয়সের মহিলারা, রায় সুপ্রিম কোর্টের
ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন রাহুল। এত উপর থেকে পড়ে যাওয়ার জন্য কোমরের হাড় ভেঙে যায় তাঁর। পরে বন্ধুরাই রাহুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে তাঁর কোমরে অস্ত্রপচার করা হয়। আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি।
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)