ইলাহাবাদের রাস্তায় পিটিয়ে খুন যুবককে

জনবহুল রাস্তার উপরে বেধড়ক মারা হচ্ছে এক যুবককে। ভিডিও তুলতে থামলেও পুলিশকে খবর দিতে বা গোলমাল থামাতে আগ্রহ নেই কারও। এক আইনের ছাত্রকে পিটিয়ে মারার ঘটনা নিয়ে এমন চিত্রই দেখল ইলাহাবাদ।

Advertisement

সংবাদ সংস্থা

ইলাহাবাদ শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৩
Share:

জনবহুল রাস্তার উপরে বেধড়ক মারা হচ্ছে এক যুবককে। ভিডিও তুলতে থামলেও পুলিশকে খবর দিতে বা গোলমাল থামাতে আগ্রহ নেই কারও। এক আইনের ছাত্রকে পিটিয়ে মারার ঘটনা নিয়ে এমন চিত্রই দেখল ইলাহাবাদ।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত কাল সন্ধেয় দুই বন্ধুর সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ইলাহাবাদ ডিগ্রি কলেজে আইনের পড়ুয়া বছর ছাব্বিশের দিলীপ সরোজ। খাওয়ার পরে রেস্তোরাঁর সিঁড়িতে বসেছিলেন তাঁরা। তখন এক দল লোক তাঁদের ধাক্কা মেরে আর গালিগালাজ করে রেস্তোরাঁয় ঢুকে যায়। দিলীপ ও তাঁর বন্ধুরা উপরে উঠে গিয়ে ওই দলটিকে পাকড়াও করেন। তারা হঠাৎই দিলীপদের মারধর করতে শুরু করে।

দিলীপের বন্ধু প্রকাশ সিংহের কথায়,‘‘আমরা কোনও রকমে পালাই। কিন্তু দিলীপকে ওরা বেধড়ক মারতে থাকে।’’ রেস্তোরাঁ থেকে রাস্তায় টানতে টানতে এনে হকি স্টিক, ভাঙা রড, ইট দিয়ে মারা হয় তাঁকে। পথচারীদের কয়েক জন দাঁড়িয়ে ভিডিও তোলেন। তাতে এক জনকে বলতে শোনা যাচ্ছে, ‘‘ও মরে যাওয়ার পরে পুলিশ আসবে।’’ তবে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ঘটনাটি নিয়ে হইচই শুরু হয়।

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, বাদামি জ্যাকেট পরা এক জন আততায়ীদের থামানোর চেষ্টা করছেন। জানা গিয়েছে, তিনি রেস্তোরাঁর মালিক। পরে তিনিই দিলীপকে মোটরবাইকে হাসপাতালে পৌঁছে দেন। আজ সকালে হাসপাতালে দিলীপের মৃত্যু হয়। দিলীপের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। তাদের দাবি, মূল অভিযুক্তের নাম বিজয়শঙ্কর সিংহ। বাকিদের এখনও শনাক্ত করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement