গণপিটুনি রুখতে কড়া আইন, বললেন অমিত শাহ

মোদী জমানায় কোথাও গো-মাংস রাখার অভিযোগ তুলে, কোথাও আবার ‘জয় শ্রীরাম’ না বলায় গণপিটুনির অনেক ঘটনা বাড়ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০২:৫৫
Share:

ছবি: পিটিআই।

গণপিটুনি পাশ্চাত্যের ধারণা। ভারতীয় ধারণায় এর কোনও স্থান নেই।

Advertisement

গত অক্টোবরে এই দাবি করেছিলেন আরএসএস-প্রধান মোহন ভাগবত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সংসদে জানালেন, গণপিটুনির ঘটনা রুখতে কড়া আইন করার কথা ভাবছে কেন্দ্র।

মোদী জমানায় কোথাও গো-মাংস রাখার অভিযোগ তুলে, কোথাও আবার ‘জয় শ্রীরাম’ না বলায় গণপিটুনির অনেক ঘটনা বাড়ছে। বিরোধীদের মতে, ধর্মীয় অসহিষ্ণুতার কারণেই এমন ঘটনা বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‘গণপিটুনির ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দিতে ভারতীয় দণ্ডবিধিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গঠন করা হয়েছে কমিটি। কী ধরনের পরিবর্তন করা উচিত, সেই সুপারিশ চেয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। রাজ্যগুলির সুপারিশ আসার পরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে কমিটি।’’

Advertisement

আরও পড়ুন: হিন্দুরাষ্ট্রের পথে ভারত, গোপন করলেন না বিজেপি সাংসদ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement