প্রতীকী ছবি।
এক দল কুকুরের হামলায় প্রাণ গেল ছ’বছরের এক শিশুর। শুক্রবার ভোপালের আওয়ধপুরী অঞ্চলের ঘটনা। সঞ্জু নামে শিশুটি বাড়ির থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি মাঠে খেলছিল। হঠাৎই হামলা চালায় কুকুরের দল। চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারেননি মা। এ দিন বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন শিশুটির মা। গত মাসেই আরও এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি। অস্ত্রোপচার হওয়ায় বিশ্রামে ছিলেন তিনি।
স্বামী কাজ সেরে বাড়ি ফিরে সঞ্জুর খোঁজ করতেই বাড়ির বাইরে আসেন ওই মহিলা। সেই সময়েই তাঁর নজরে আসে ছেলেকে ঘিরে রয়েছে এক দল কুকুর। দিশাহারা মহিলা সন্তানকে বাঁচাতে চিৎকার শুরু করেন। কিছু ক্ষণের মধ্যে প্রতিবেশীরা ছুটে আসেন। তত ক্ষণে অবশ্য মাঠে পড়ে রয়েছে সঞ্জুর নিথর দেহ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পুরসভার উপরে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, দিন দিন কুকুরের সংখ্যা বেড়ে চললেও কোনও পদক্ষেপ করেনি পুরসভা।
সঞ্জুর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ভোপালের মেয়র অলোক শর্মা। তিনি জানান, রাস্তার কুকুর নিয়ন্ত্রণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশ সংশোধনের জন্য শীঘ্রই আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মেয়র।