শব্দদূষণ কমাতে সাইরেন নিষিদ্ধ বিহারে

দূষণে রাশ টানতে দিল্লি সরকারের মতোই কড়া পদক্ষেপ করার পথে এগোল বিহার। রাজ্যের সমস্ত ভিআইপিদের গাড়িতে সাইরেনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করল নীতীশ কুমার সরকার। তবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে রাজ্যপাল, পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি-সহ অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িকে। সোমবার এ নির্দেশ জারি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ১৩:৪৯
Share:

দূষণে রাশ টানতে দিল্লি সরকারের মতোই কড়া পদক্ষেপ করার পথে এগোল বিহার। রাজ্যের সমস্ত ভিআইপিদের গাড়িতে সাইরেনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করল নীতীশ কুমার সরকার। তবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে রাজ্যপাল, পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি-সহ অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িকে। সোমবার এ নির্দেশ জারি করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: দিল্লির গাড়িতে জোড়-বিজোড়ের ছাঁকনি

Advertisement

রাজ্যে শব্দদূষণের মাত্রা যে ভাবে বাড়ছে, তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাস্তাঘাটে বিশেষ করে হাসপাতাল ও স্কুলের বাইরে যথেচ্ছ সাইরেন বাজানোটাই যেন রেওয়াজ হয়ে গিয়েছে বিহারে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও জমা পড়েছে ভূরি ভূরি। দূষণ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে পর্যালোচনায় এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন নীতীশ। অবশেষে এ ব্যাপারে কড়া পদক্ষেপ করার কথা ঘোষণা করলেন তিনি।

সাইরেন নিষিদ্ধ করা ছাড়াও দূষণ নিয়ন্ত্রণে রাজ্যবাসীর মধ্যে সচেতনা বাড়াতে প্রচার করা হবে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement