আপনি কি বিহারে থাকেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কিন্তু ভুলেও সকাল ন’টা থেকে সন্ধে ৬টার মধ্যে সে রাজ্যে রান্না করতে যাবেন না। এই নিয়মের অন্যথা করলেই আপনার দু’বছরের হাজতবাস কেউ কিন্তু আটকাতে পারবে না।
অসহ্য গরমে ইতিমধ্যে গত দু’সপ্তাহে বিহারে প্রাণ হারিয়েছেন ৬৬ জন। মারা গেছে ১২০০ পশুও। এ বার গরম থেকে বাঁচতে অদ্ভুত এক নির্দেশ দিল নীতীশ কুমার সরকার। এই গ্রীষ্মে সকাল ৯ টা থেকে সন্ধে ৬টার মধ্যে বিহারে অরন্ধন বাধ্যতামূলক করা হল। এই সময় কোনও ধর্মীয় অনুষ্ঠানেও জ্বালানো যাবে না আগুন। নিয়ম ভাঙলেই ভাগ্যে দু’বছরের জেল বাঁধা।
কিন্তু হঠাত্ এই উনুনে বনধ ঢাকার কারণ কী? বিহার সরকারের যুক্তি, গরম হাওয়ায় রান্নার আগুন থেকে ফুলকি এ দিক ও দিক উড়ে যাচ্ছে, আর সেই আগুনের ফুলকি জ্বালিয়ে দিচ্ছে খড়ের চালের বাড়ি।
আরও পড়ুন-নিঃশব্দে কাজ সারল ভারত, পঞ্জাব সীমান্তে লেসার রশ্মির বেড়াজাল!
দিন দুই আগে বেগুসরাইয়ে এই ভাবেই পুড়ে ছাই হয়ে গেছে ৩০০টিরও বেশি কুঁড়েঘর। ‘‘এই মুহূর্তে শতাধিক জীবন চরম বিপদের সম্মুখীন। কী ভাবে এই আগুন লাগছে তার কারণ অনুসন্ধান করার পরেই এই অরন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।’’ বলেছেন বিহার সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের মুখপাত্র ব্যাসজি।
তবে এই আইন প্রণয়ন করা বাস্তবে অত্যন্ত কঠিন, স্বীকার করে নিচ্ছেন পুলিশ কর্মীরাই। তবে নির্দেশিকার সঙ্গে শাস্তির হুমকি থাকায় লোকজন কিছুটা সতর্ক হবে বলে মনে করছেন তাঁরা।