National News

নাটক কোরো না, তুতিকোরিনে গুলিবিদ্ধকে ধমক পুলিশের, ভিডিও প্রকাশ্যে

‘অমানুষ’ পুলিশকর্মীদের ওই কাণ্ডজ্ঞানহীন কাজকর্মের ছবি ভিডিওয় তুলে রেখেছিলেন এক সাংবাদিক। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যাঁকে ‘নাটক কোরো না’ বলে ধমক দিচ্ছিলেন পুলিশকর্মীরা, পরে থুথুকোড়ির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই গুলিবিদ্ধ কালিয়াপ্পানকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

তুতিকোরিন (তামিলনাড়ু) শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ১৫:১৯
Share:

বিক্ষোভকারীদের পেটাচ্ছে পুলিশ। তুতিকোরিনে। -ফাইল চিত্র।

গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক জন। আর তাঁকে ঘিরে দাঁড়ানো পুলিশকর্মীরা লাঠি উঁচিয়ে বলছেন, ‘‘নাটক কোরো না। কেটে পড় এখান থেকে।’’ তার কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় গুলিবিদ্ধ ২২ বছরের কালিয়াপ্পানের। তামিলনাড়ুর বন্দর শহর তুতিকোরিনে বেসরকারি সংস্থা ‘স্টারলাইট’-এর কপার স্মেল্টিং প্ল্যান্ট বন্ধের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখতে গিয়ে পুলিশের গুলিতে যে ১২ জনের মৃত্যু হয়েছে, কালিয়াপ্পান তাঁদেরই এক জন।

Advertisement

‘অমানুষ’ পুলিশকর্মীদের ওই কাণ্ডজ্ঞানহীন কাজকর্মের ছবি ভিডিওয় তুলে রেখেছিলেন এক সাংবাদিক। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যাঁকে ‘নাটক কোরো না’ বলে ধমক দিচ্ছিলেন পুলিশকর্মীরা, পরে থুথুকোড়ির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই গুলিবিদ্ধ কালিয়াপ্পানকে মৃত ঘোষণা করা হয়।

দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও

Advertisement

সংবাদ সংস্থা এএআইয়ের প্রকাশ করা একটি ভিডিওয় দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের তাক করে গুলি ছুড়তে একচি বাসের মাথায় চড়ে বসেছেন এক পুলিশকর্মী। গুলি ছোড়ার পর তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘অন্তত এক জনের মরা উচিত।’’

পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাথরের জবাব দিতেই গুলি চালানো হয়েছে।

তবে বিক্ষোভকারীদের ওপর ওই পুলিশি বর্বরতা নিয়ে সর্বত্র সমালোচনা শুরু হওয়ায় বুধবার তুতিকোরিনের পুলিশ প্রধান ও জেলার কালেক্টরকে অন্যত্র বদলি করা হয়েছে।

পুলিশি বর্বরতার ছবি যাতে কেউ বাইরে ছড়াতে না পারেন, সে জন্য গত মঙ্গলবার থেকে তুতিকোরিনে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement