—ফাইল চিত্র।
গোরক্ষক বাহিনীর তাণ্ডব রুখতে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলিকে কার্যকর পদক্ষেপ করার নির্দেশ আগেই দিয়েছে শীর্ষ আদালত। এ বার গোরক্ষা বাহিনীর তাণ্ডব নিয়ে মামলার শুনানিতে আরও একটি তাৎপর্যপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। স্বঘোষিত গোরক্ষা বাহিনীর হাতে আক্রান্তদের ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল শীর্ষ আদালত। শুক্রবার সমাজকর্মী তুষার গাঁধী এবং কংগ্রেস নেতা তেহসিন এস পুনাওয়ালার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি দীপক মিশ্র-সহ তিন বিচারপতির বেঞ্চ এই রায় দেন।
ওই রায়ে জানানো হয়, একজন আক্রান্তের ক্ষতির কথা বিবেচনা করে কী ভাবে তাঁকে বা তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে প্রতিটি রাজ্যকে। পাশাপাশি দোষীদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: মুম্বইয়ে এসেছিল দাউদের স্ত্রী, দাবি কাসকরের