একজন মুখ্যমন্ত্রী। অন্য জন সন্ন্যাসী। একজন শতাধিক কোটির মালিক। অন্যজন কপর্দক শূন্য। একজন বিনা লড়াইয়ে জিতেই চলেছেন। অন্যজন লড়েই চলেছেন। অরুণাচলে আগামী বিধানসভা নির্বাচনে তাওয়াং জেলার মুক্তো কেন্দ্রে এমনই দু’জনের লড়াই দেখতে চলেছেন অরুণাচলবাসী।
তাওয়াং বরাবরই খান্ডু পরিবারের খাস তালুক। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডু এবং তাঁর ছেলে, বর্তমান মুখ্যমন্ত্রী পেমা মনপা জনজাতি অধ্যূষিত মুক্তো কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসছেন। কিন্তু এ বারে আর পেমার পক্ষে বিনা যুদ্ধে মুক্তোজয় সম্ভব হবে না। কারণ তাওয়াংয়ের লামা লবসাং গাৎসো এবার পেমার বিরুদ্ধে লড়তে নামছেন।
গাৎসোকে স্থানীয় মানুষ ডাকেন ‘অণ্ণা লামা’ বলেই। তাওয়াংয়ে বৃহৎ নদীবাঁধের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে রাজ্য, এনএইচপিসিকে রুখে দিয়েছেন গাৎসো। আন্দোলনের জেরে ২০১৬ সালে তাওয়াং অশান্ত হয়ে ওঠে। দু’জনের মৃত্যু হয়। গ্রেফতার হন গাৎসো। ২০১৭ সালে জনশুনানির পরে বৃহৎ বাঁধ না গড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সরকার। সৈনিক বাবার
ছেলে লবসাং গাৎসো মাত্র ৮ বছর বয়সে লামার জীবনে প্রবেশ করেন। মহীশূরে বৌদ্ধ স্কুল থেকে পাশ করার পরে তিনি তাওয়াং মঠে প্রশাসনিক কাজে যোগ দেন। ‘সেভ মন রিজিয়ন ফেডারশন’-এর সাধারণ সম্পাদক হিসেবে বাঁধ-বিরোধী আন্দোলনের সময়ে তিনি মঠের প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনেন।