গাড়ি চালককে পাকড়াও করেছে পুলিশ। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ভীম গতিতে ধেয়ে আসছিল একটি এসইউভি। নিয়ন্ত্রণ হারিয়ে শেষে একের পর এক গাড়িতে ধাক্কা মারল। শুধু তাই নয়, এক বাইকআরোহীকে টানতে টানতে ১০০ মিটার পর্যন্ত নিয়ে এসইউভি-টি। সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে দিল্লির কারোল বাগ এলাকায়।
সংবাদ সংস্থা সূত্রে খবর, তীব্র গতিতে ধেয়ে এসে বেশ কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা মারে এসইউভি-টি। এমন সময়ই একটি বাইককে টানতে টানতে ১০০ মিটার পর্যন্ত নিয়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে বাইক চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে রাজেন্দ্র প্লেসে বিএলকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গোটা ঘটনার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে। দেখা গিয়েছে, এসইউভিটি কমপক্ষে পাঁচ থেকে ছ’টি গাড়িতে ধাক্কা মারে। তার মধ্যে ছিল একটি অটোও। সোমবার রাত ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
অভিযোগ, মত্ত অবস্থায় এসইউভি চালাচ্ছিলেন চালক। তাঁর সঙ্গে আরও এক আরোহী ছিলেন। তিনিও মত্ত ছিলেন বলে দাবি। ওই গাড়ি চালককে পাকড়াও করেছে পুলিশ। এসইউভি থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।