‌Zoo in Japan restricted Solo Men

একা পুরুষ হলে প্রবেশ নয়! নতুন নিয়ম জারি করল জাপানের এক চিড়িয়াখানা, কেন?

চিড়িয়াখানার প্রধান মিসা সামজমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, এ বার থেকে আর পুরুষেরা একা এলে সেখানে প্রবেশ করতে পারবেন না। সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবীরা থাকলে প্রবেশ করা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৬
Share:
পরিবার ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না একা পুরুষ।

পরিবার ছাড়া চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না একা পুরুষ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

জাপানের এক চিড়িয়াখানায় এ বার থেকে একা পুরুষ আর প্রবেশ করতে পারবেন না। সঙ্গে মহিলা বা পরিবার থাকলে তবেই প্রবেশ করা যাবে। নির্দেশিকা জারি করে জানিয়েছেন চিড়িয়াখানার নির্দেশক মিসা মামা। তিনি জানিয়েছেন, মহিলা দর্শকেরা বেশ কয়েক বার যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে। আর সব ক্ষেত্রেই অভিযুক্ত হলেন পুরুষ দর্শক, যাঁরা পরিবার ছাড়া একা চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন।

Advertisement

জাপানের কান্টো অঞ্চলের তোচিগি প্রিফেকচারে রয়েছে সেই চিড়িয়াখানা। নাম ‘হিলিং প্যাভিলিয়ন’। ওই চিড়িয়াখানায় পশুপাখিকে স্পর্শ করা যায়। তাদের সঙ্গে সময় কাটানো যায়। শূকর, কুকুর, বিড়াল, ভেড়াকে নিজের হাতে খাওয়ানো যায়। এ ভাবে মানুষজনের মানসিক, শারীরিক সমস্যা নিরাময়ের চেষ্টা হয় এই চিড়িয়াখানায়। গত বছর মার্চে সেটি খুলেছিল। দর্শকেরা চাইলে নিজেদের পোষ্য নিয়েও যেতে পারেন সেখানে। এই চিড়িয়াখানার প্রধান মিসা সমাজমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, এ বার থেকে আর পুরুষেরা একা এলে সেখানে প্রবেশ করতে পারবেন না। সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবীরা থাকলে প্রবেশ করা যাবে। মিসা জানিয়েছেন, শুধু মহিলা দর্শক নন, তিনিও হেনস্থার শিকার হয়েছেন একা আসা পুরুষদের দ্বারা। কখনও মহিলাদের উদ্দেশে ছোড়া হয়েছে কুমন্তব্য।

মিসার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সমাজমাধ্যমে। কয়েক জন মহিলা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন। কয়েক জন পুরুষ সমাজমাধ্যমে লিখেছেন, অনেকেই একা পশুপাখির সঙ্গ উপভোগ করতে যান। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণে তা আর হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement