ফাইল চিত্র
এ বার থেকে প্রতি তিন মাস অন্তর ‘পেনশন’ পাবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেটি আসবে সম্প্রতি তাঁর করানো ভারতীয় জীবন বিমা নিগমের একটি পেনশন যোজনা থেকে। ‘জীবন অক্ষয়’ নামের এই যোজনাটিতে এককালীন অর্থ জমা দিয়েছেন তিনি। এতে আজীবন ত্রৈমাসিক পেনশন পেতে থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
সূত্রের খবর, তাঁর বয়স এবং রাজনৈতিক উচ্চতার কথা মাথায় রেখে জীবন বিমা নিগমের পক্ষ থেকে এই যোজনার আওতায় একটি বিশেষ ‘প্ল্যান’ তৈরি করা হয়েছিল। তার পর তা দেওয়া হয় প্রাক্তন এই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সূত্রের খবর, প্রায় তিন মাস সময় নিয়ে খুঁটিয়ে দেখে তবে সন্তুষ্ট হন প্রণব। অবশেষে ৯ জুলাই ভারতীয় জীবন বিমা নিগমের সঙ্গে চুক্তি হয় তাঁর।
১৯৫৬ সালে ভারতীয় জীবন বিমা নিগমের জাতীয়করণ হয়। তার পর থেকে আজ পর্যন্ত কোনও প্রাক্তন রাষ্ট্রপতি অথবা অর্থমন্ত্রী কখনও জীবন বিমায় অর্থ সঞ্চয় করেননি। সেই অর্থে দেশের কোনও শীর্ষ রাষ্ট্রনেতাকে এই বিমায় লগ্নি করতে দেখা যায়নি রাজধানীর রাজনৈতিক করিডরে। আম জনতার সহজ সঞ্চয়ের পথ হিসেবেই জনপ্রিয় থেকেছে জীবন বিমা। তাই প্রণববাবুর এই পদক্ষেপকে অভূতপূর্ব বলেই মনে করা হচ্ছে।
জীবন বিমার পক্ষ থেকে যিনি প্রণববাবুকে এই ‘পলিসি’ করিয়েছেন, কলকাতার বাসিন্দা সেই দেবাশিস দত্তের কথায়, ‘‘প্রণব মুখোপাধ্যায়ের মত ব্যক্তিত্বের এই যোজনাভুক্ত হওয়ার একটি প্রতীকী মূল্য রয়েছে। আমাদের স্লোগানই হল সবার জন্য পেনশন। গোটা দেশে সরকারি চাকুরিজীবীর সংখ্যা আনুপাতিক ভাবে সামান্য। তার বাইরের বিস্তীর্ণ পেশাদারদের পেনশন বলে কিছু নেই। তাই এমন প্রকল্পে মানুষের টাকা সঞ্চয় করা উচিত, যাতে অবসরের পর বৃদ্ধ বয়সে মাসে মাসে কিছু টাকা পাওয়া যায়। প্রাক্তন রাষ্ট্রপতির এই পদক্ষেপ অন্যদের অনুপ্রেরণা জোগাবে।’’