Sonali Phogat: শরীরে একাধিক ভোঁতা অস্ত্রের আঘাত, বলছে ময়না তদন্তের রিপোর্ট, সোনালি খুনে ধৃত ২

সোনালি ফোগত খুনে অভিযুক্ত দু’ জন গোয়া থেকে গ্রেফতার। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, শরীরে অসংখ্য ভোঁতা অস্ত্রের আঘাত ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ২৩:৫৭
Share:

২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে লড়েছিলেন সোনালি। —ফাইল ছবি।

ধারালো অস্ত্র নয়, সোনালি ফোগতকে আঘাত করা হয়েছিল ভোঁতা অস্ত্র দিয়ে! ময়না তদন্তের রিপোর্ট তেমনটাই বলছে। সেখানে সোনালির শরীরে ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলাতেই গোয়া থেকে বিজেপি নেত্রীকে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ময়না তদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, বিজেপি নেত্রীর শরীরে অসংখ্য ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, সোনালির দেহের ময়না তদন্ত করেছেন যেই মহিলা অফিসার, তিনি কোনও ধারালো অস্ত্রের আঘাত খুঁজে পাননি।

এদিকে সোনালির সঙ্গে সোমবার যাঁরা গোয়ায় গিয়েছিলেন, তাঁর আপ্ত-সহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর ওয়াসির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার উত্তর গোয়ার আঞ্জুনায় সেন্ট অ্যান্টনি হাসপাতালের চিকিৎসকরা সোনালিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সেই নিয়ে প্রশ্ন তোলে সোনালির পরিবার।

টিকটক ভিডিয়োর মাধ্যমে শিরোনামে এসেছিলেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে লড়েছিলেন। ২০২০ সালে বিগ বস প্রতিযোগিতায়ও যোগ দিয়েছিলেন সোনালি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement