বঙ্গে বাম-সঙ্গে সায় আছে সনিয়ার, দাবি সোমেনের

রাজীব গাঁধীর জন্মবার্ষিকী উপলক্ষে গোটা দেশ থেকে কংগ্রেসের নেতারা এখন দিল্লিতে। আজ দশ জনপথে দলের অন্তর্বর্তী সভাপতি সনিয়ার সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৯ ০২:০৪
Share:

দিল্লিতে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সঙ্গে আব্দুস সাত্তার।—নিজস্ব চিত্র।

বামেরা এখন রাজি। তাই পশ্চিমবঙ্গে তাদের সঙ্গে জোট গড়ার জন্য সনিয়া গাঁধীর কাছে দরবার করে এলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সনিয়ার সঙ্গে কথা বলে এসে সোমেন মিত্র আজ বলেন, ‘‘সনিয়া গাঁধী আমাদের বলেছেন, বামেরা রাজি থাকলে সেই পথেই এগোন।’’ তবে এই সমঝোতা হলে তা যে স্রেফ রাজ্য স্তরেই হবে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন সনিয়া।

Advertisement

রাজীব গাঁধীর জন্মবার্ষিকী উপলক্ষে গোটা দেশ থেকে কংগ্রেসের নেতারা এখন দিল্লিতে। আজ দশ জনপথে দলের অন্তর্বর্তী সভাপতি সনিয়ার সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সঙ্গে ছিলেন আব্দুস সাত্তার, শুভঙ্কর সরকারও। রাজ্যে কংগ্রেসের পরিস্থিতি ব্যাখ্যা করে সোমেনবাবু দলনেত্রীকে বলেন, লোকসভা ভোটের আগেই রাহুল গাঁধীর নেতৃত্বে বামেদের সঙ্গে জোটের চেষ্টা হয়েছিল। কিন্তু বামেরা তখন রাজি হয়নি। ভোটের পর এখন সিপিএম জোট করতে চাইছে। সামনে তিনটি উপনির্বাচনেও দু’টি আসন কংগ্রেস ও একটিতে সিপিএম লড়ছে। এই পরিস্থিতিতে ২০২১ সালের আগে বিজেপিকে ঠেকাতে হলে বামেদের সঙ্গে জোট গড়েই এগোতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement