২০১৭-র কিছু গুরুত্বপূর্ণ ঘটনা

২০১৭ কে বিদায় জানিয়ে নতুন বছরের সূচনা হতে চলেছে। পুরনো বছর খুব ভাল কেটেছে তা বলা শক্ত। বরং বলা ভাল নানা হর্ষ-বিষাদের মধ্য দিয়েই কেটেছে ২০১৭।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ১৯:৫০
Share:

দিন আসে, দিন যায়। কিন্তু ঘটনার টান থেকে যায়। অতীতকে সঙ্গে নিয়েই নতুন ভোর হয়। রচিত হয় নতুন ইতিহাস। এখনকার সময়ের মধ্যেই তখনকার সময় ছাপ রেখে যায়।

Advertisement

২০১৭ কে বিদায় জানিয়ে নতুন বছরের সূচনা হতে চলেছে। পুরনো বছর খুব ভাল কেটেছে তা বলা শক্ত। বরং বলা ভাল নানা হর্ষ-বিষাদের মধ্য দিয়েই কেটেছে ২০১৭।

আরও পড়ুন:

Advertisement

কী কী ঘটল ২০১৭তে? দেখে নিন এক নজরে

২০১৭তে প্রকৃতির বিশ্বজোড়া রোষের কবলে পড়েছিল যে দেশগুলি

দীর্ঘ ১৭ বছরের মন্দা কাটিয়ে মানুষী ছিল্লরের হাত ধরে ‘মিস ওয়ার্ল্ড’-এর খেতাব জিতেছে ভারত। তেমনি, ভারতের আকাশে অনেক নক্ষত্র পতনও ঘটেছে। চলে গিয়েছেন, বিনোদ খন্না, শশী কপূর, রীমা লাগু, ইন্দ্র কুমার, ওম পুরী এবং প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো বিনোদন এবং রাজনীতি জগতের একাধিক ব্যক্তিত্ব। সেই সঙ্গে ফিরে এসেছে কালিমালিপ্ত সেই ৬ ডিসেম্বর। বাবরি ধ্বংসের রজতজয়ন্তী ঘিরে ফের মাথা চাড়া দিয়েছে রাজনৈতিক উত্থান-পতনের ইতিহাস।

২০১৭-র নানা ঘটনা এক নজরে দেখে নিন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement