Solar Eclipse

Solar Eclipse: সপ্তাহ ঘুরলেই সূর্যগ্রহণ, তবে ‘রিং অব ফায়ার’ দেখা যাবে না ভারত থেকে

আগামী ১০ জুনের সূর্যগ্রহণ কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তরমেরু থেকে ভাল ভাবে দেখা যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৭:৫৩
Share:

প্রতীকী ছবি।

ব্যবধান মাত্র ১৪ দিনের। ২৬ মে-র চন্দ্রগ্রহণের পর আগামী ১০ জুন হবে সূর্যগ্রহণ। এই সময় চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে আসবে। ফলে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ ঢাকা পড়ে যাবে। তখন শুধু একটা বলয় দেখা যাবে। যাকে অনেকেই ‘রিং অব ফায়ার’ বলে থাকেন। তবে আগামী বৃহস্পতিবারের এই সূর্যগ্রহণ ভারত থেকে সে ভাবে দেখা যাবে না বলেই জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। চলতি বছরেরই ৪ ডিসেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। তবে সেটিও ভারত থেকে দেখা যাবে না।

Advertisement

আগামী ১০ জুনের সূর্যগ্রহণ কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তরমেরু থেকে ভাল ভাবে দেখা যাবে। রাশিয়ার সাইবেরিয়া থেকেও নজরে আসবে ‘রিং অফ ফায়ার’। পাশাপাশি, ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ এবং কুমেরুর উত্তরাংশ থেকে আংশিক ভাবে গ্রহণ নজরে আসবে। ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। এর মধ্যে গ্রহণের চরম গ্রাস দেখা যাবে বিকেল ৪টে ১১ মিনিটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement