বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। ছবি: টুইটার থেকে নেওয়া।
বাণিজ্য নগরীর বন্যা পরিস্থিতি কী ভয়াবহ রূপ নিয়েছে, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ছবি দেখলেই বোঝা যাবে। যেখানে দেখা যাচ্ছে, কোথাও বাড়ির মধ্যে হাঁটুজল দাঁড়িয়ে গিয়েছে, তো কোথাও রাস্তা যেন নদীর আকার নিয়েছে।
ফেসবুক, টুইটারে এমন অজস্র ছবি, ভিডিয়ো পোস্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ৪৮ বছর পর রেকর্ড বৃষ্টিতে সাধারণ জনজীবন কী ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে জল থই থই। হাঁটুজলে বাড়ির মহিলারা জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কোথাও যাওয়ার উপায় নেই। ঘরের সামনের রাস্তা দিয়ে যেন খরস্রোতা নদী বয়ে চলেছে।
গাড়ির মধ্যে থেকে তোলা এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তাগুলির কী অবস্থা। গাড়িটি সম্ভবত দমকলের, সেখান থেকেই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সেই গাড়ির ধাক্কায় তৈরি ঢেউ কী ভাবে আছড়ে পড়ছে রাস্তার ধারে দাঁড় করানো বাইক, গাড়ি বা দোকান, ঘরের দেওয়ালে।
আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে পর্যটকের শরীরের চাপে ভেঙে গেল ২০০ বছরের পুরনো নারী মূর্তির অঙ্গ
আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণের পর পরিস্থিতি কী ভাবে মোকাবিলার চেষ্টা করছে বেইরুট
দেখুন সেই ভিডিয়ো:
বন্যা বিপর্যস্ত মুম্বইয়ের এমন অজস্র ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
দেখুন সেই ভিডিয়ো: