ছবি: ইউটিউব
খেলতে খেলতে তড়িদাহত হয়ে মারা গেল ৬ বছরের এক শিশু। তড়িদাহত হয়ে রাস্তার ধারেই মিনিটখানেক আটকে রইল ল্যাম্পপোস্টে। অথচ খেয়াল করলেন না পথচলতি কেউ! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের পিবিএল সিটির নারসিঙ্গি এলাকায়।
তেলঙ্গানা পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই শিশুটি খেলতে খেলতে একটি ল্যাম্পপোস্টের কাছে চলে যায়। কোনও ভাবে ওই পোস্টটি তড়িদাহত হয়ে ছিল। সেখানে যেতেই শিশুটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই পুলিশ এ কথা জানিয়েছে।
ওই ফুটেজে দেখা গিয়েছে যে, মিনিটখানেকেরও বেশি সময় ধরে শিশুটি আটকে আছে একটি পোস্টের সঙ্গে। আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছে অনেকে। কিন্তু কারও নজরেই আসেনি ওই দৃশ্য। হঠাৎই লাইটপোস্টের থেকে শিশুটির দেহ আলগা হয়ে সামনের দিকে পড়ে যায়। তার পরেই সকলের নজরে আসে শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে পৌঁছানর পর চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ঝাঁপিয়ে পড়তে পারে চিতাবাঘ, আতঙ্ক হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় চত্বরে
আরও পড়ুন: নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন, বিরোধীদের অবাক করে মন্তব্য মুলায়মের