Jharkhand

দোলের অনুষ্ঠানে নাচতে গিয়ে বিপদ, মাথায় ডিজে বক্স পড়ে মৃত্যু নাবালকের

পুলিশের দাবি, অনুষ্ঠানে নাচ করছিল বিষ্ণু। কাছেই ছিল ভারী ডিজে স্পিকার বক্স। হঠাৎ স্পিকার বক্সটি তার মাথার উপর পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১১:০৩
Share:

—প্রতীকী ছবি।

দোল উদ্‌যাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিল ছ’বছরের এক নাবালক। সেখানে গিয়েই ঘটল বিপত্তি। মাথার উপর ডিজে স্পিকার বক্স পড়ে মারা যায় সে। সোমবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বিষ্ণু লোহার (৬)।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দোল খেলবে বলে সোমবার একটি অনুষ্ঠানে যায় বিষ্ণু। রঙ খেলার পাশাপাশি সেখানে চলছিল নাচগানও। পুলিশের দাবি, অনুষ্ঠানে নাচ করছিল বিষ্ণু। কাছেই ছিল ভারী ডিজে স্পিকার বক্স। হঠাৎ স্পিকার বক্সটি মাথার উপর পড়ে যায় তার। মাথায় গুরুতর চোট পায় সে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষ্ণুকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার চিকিৎসকেরা। স্থানীয় থানায় নাবালকের দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে চক্রধরপুর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement