ছত্তীসগঢ়ে ট্রাকের সঙ্গে যাত্রিবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ! মৃত্যু ছ’জনের। —প্রতীকী ছবি।
ছত্তীসগঢ়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রিবাহী গাড়ির। রবিবার গভীর রাতের এই ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জনের। গুরুতর আহত সাত জন।
সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে, গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ছত্তীসগঢ়ের বলোদ জেলার গুন্ডেরডেহি এলাকায়। যাত্রিবাহী গাড়িটিতে ছিলেন মোট ১৩ জন। একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাক। দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়়িতে থাকা ছয় যাত্রীর। আহত সাত জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহতদের মধ্যে রয়েছে এক শিশু এবং পাঁচ মহিলা। আহতদের প্রত্যেকেই রাজনন্দগাঁও জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।