পরিস্থিতি উত্তপ্ত, দেশে ফিরছেন না জাকির নাইক

ভারতে ফেরা আপাতত পিছিয়ে দিলেন জাকির নাইক। বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। আজ, সোমবারই সৌদি আরব থেকে মুম্বইতে ফেরার কথা ছিল ইসলামি প্রচারক জাকিরের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ১৫:৪৯
Share:

দেশে ফিরলেই জেরার মুখে পড়তে হবে, তাই কি সৌদি আরবে আশ্রয় খুঁজছেন জাকির নাইক? —ফাইল চিত্র।

ভারতে ফেরা আপাতত পিছিয়ে দিলেন জাকির নাইক। বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। আজ, সোমবারই সৌদি আরব থেকে মুম্বইতে ফেরার কথা ছিল ইসলামি প্রচারক জাকিরের। তাঁকে নিয়ে যত বিতর্ক, সে সবের জবাব দিতে মঙ্গলবার মুম্বইতে তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন বলেও তাঁর দফতর সূত্রে জানানো হয়েছিল। কিন্তু জাকির দেশে ফেরার সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়ায়, সেই সাংবাদিক বৈঠকও বাতিল হচ্ছে।

Advertisement

দেশে ফিরলেই মুম্বই পুলিশ এবং জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সমনের মুখে পড়তে হবে এই ইসলামি প্রচারক জাকির নাইককে। সূত্রের খবর তেমনই। ঢাকায় জঙ্গি হামলার পর ভারত সরকার এই কট্টরবাদী ধর্ম প্রচারকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। জাকির নাইকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের দফতরে সর্বক্ষণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারতীয় গোয়েন্দারা জাকিরকেও জিজ্ঞাসাবাদ করতে চান। কিন্তু তিনি সৌদি আরবে থাকায়, তা এখনও সম্ভব হয়ে ওঠেনি। সোমবার তাঁর মুম্বই ফেরার কথা ছিল। তার পরই তাঁকে ডেকে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছিস এনআইএ এবং মুম্বই পুলিশ। কিন্তু জাকির না ফেরায়, গোয়েন্দা সংস্থাগুলিকে পরিকল্পনা বদলাতে হচ্ছে।

ঢাকার গুলশনে জঙ্গি হামলার পরই জাকির নাইকের নাম সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে গিয়েছ। যে সাত জঙ্গি হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছিল, তাদের মধ্য দু’জনকে জাকির নাইকই সন্ত্রাসবাদী কার্যকলাপে উদ্বুদ্ধ করেছিল বলে বাংলাদেশ সরকার নয়াদিল্লিকে জানিয়েছে। বাংলাদেশে জঙ্গিহানার পিছনে ভারতীয় নাগরিকের জড়িত থাকার অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে ভারত সরকার। জাকির নাইকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বই পুলিশ, এবং এনআইএ-সহ ন’টি তদন্তকারী সংস্থা এখন জাকির নাইক ও তাঁর টেলিভিশন চ্যানেল পিস টিভির নানা কার্যকলাপ খতিয়ে দেখছে।

Advertisement

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্ত পেরনোর চেষ্টায় ১০ জঙ্গি, দিল্লিকে সতর্ক করল ঢাকা

ঢাকায় জঙ্গি হামলার পরই জাকির সৌদি আরব গিয়েছেন। জাকিরের দফতর সূত্রে জানানো হয়, ধর্মীয় সফরে তিনি সৌদি আরবে। কিন্তু ঢাকায় জঙ্গি হামলার ঠিক পর পরই ভারত ছেড়ে তাঁর সৌদি আরবে চলে যাওয়াকে পুরোপুরি সমাপতন বলে মনে করছেন না ভারতীয় গোয়েন্দারা। জাকির নাইক দেশে ফেরা পিছিয়ে দেওয়ায় সেই সন্দেহ আরও গাঢ় হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement