বিজেপির হারে খুশি বাম, চিন্তা মহেশতলা

তৃণমূলের হিংসার মধ্যেও বিজেপি ভোট বাড়িয়ে নিচ্ছে। আর কংগ্রেসের সঙ্গে জোট করেও বামেদের ভোট কেন কমে যাচ্ছে— এ নিয়ে দলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইয়েচুরিকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০৩:১৮
Share:

সীতারাম ইয়েচুরি। —ফাইল চিত্র।

গোটা দেশে বিজেপি ধাক্কা খাচ্ছে। কিন্তু সেই বিজেপিই পশ্চিমবঙ্গে সিপিএমের ভোটব্যাঙ্কে ভাঙন ধরাচ্ছে! দেশ জুড়ে উপনির্বাচনের ফলাফল নিয়ে খুশি হলেও, পশ্চিমবঙ্গে মহেশতলা উপনির্বাচনে বিজেপি উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ওই ফলাফলে ‘উদ্বিগ্ন’ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রাজ্য নেতাদের দাবিতেই ইয়েচুরি বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খুলেছেন। তাতেও দেখা যাচ্ছে, বাম-কংগ্রেসের জোটের ভোট দু’বছর আগের ৪২ শতাংশ থেকে নেমে এসেছে ১৭ শতাংশে। দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গিয়েছে সিপিএম। ইয়েচুরি আজ দিল্লিতে বলেন, ‘‘অবশ্যই বাংলায় উপনির্বাচনের ফল আমাদের পক্ষে উদ্বেগের।’’

Advertisement

তৃণমূলের হিংসার মধ্যেও বিজেপি ভোট বাড়িয়ে নিচ্ছে। আর কংগ্রেসের সঙ্গে জোট করেও বামেদের ভোট কেন কমে যাচ্ছে— এ নিয়ে দলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইয়েচুরিকেও। পলিটব্যুরোর এক সদস্য আজ বলেন, ‘‘হিংসার ফলে পার্টির জনসংযোগে সমস্যা হচ্ছে বলে যুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু জনস‌ংযোগ গড়ে তুলতে না পারলে হিংসার মোকাবিলা হবে কী করে?’’ মহেশতলার উপনির্বাচনে অবশ্য হিংসার অভিযোগও ওঠেনি। তবে কেন এই ফল? ইয়েচুরির যুক্তি, পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে।

দেশের লোকসভা-বিধানসভা আসন মিলিয়ে ১৫টি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি মাত্র দু’টি আসন জেতায় সিপিএম নেতৃত্ব খুশি। ইয়েচুরি বরাবরই বিকল্প নীতিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে জোটের পক্ষে। তাঁর যুক্তি, ২০১৯-এ মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের জোট হোক না হোক, মানুষের জোট তৈরি হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement