অভিষেক মনু সিঙ্ঘভির। ফাইল চিত্র।
সচিন পাইলট আর তাঁর সঙ্গী ১৮ জন বিদ্রোহী বিধায়কের আবেদনের শুনানি রাজস্থান হাইকোর্ট থেকে ‘পৌঁছে গেল’ সুপ্রিম কোর্টে। সৌজন্য আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির মাইক্রোফোন। বিরোধী পক্ষের আইনজীবী মুকুল রোহতগি অবশ্য দ্রুত ভুল শুধরে দেন সিঙ্ঘভির।
রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশীর নোটিস জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সচিন পাইলট-সহ বিদ্রোহী ১৯ জন কংগ্রেস বিধায়কের আবেদন শুনানি এদিন চলছিল জোধপুর হাইকোর্টের জয়পুর বেঞ্চে। স্পিকারের আইনজীবী হিসেবে সিঙ্ঘভি ভার্চুয়াল শুনানিতে অংশ নিয়েছিলেন। সে সময় তিনি সুপ্রিম কোর্টের বেঞ্চেভারতী টেলিকমের কৌঁসুলি হিসেবে অন্য একটি মামলায় অংশ নিচ্ছিলে সিঙ্ঘভি। অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর)না দেওয়া কেন্দ্রের জারি করা নোটিসের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে ভারতী টেলিকম। সেই মামলায় কেন্দ্রের কৌঁসুলি প্রাক্তন অ্যাটর্নি জেনারেল রোহতগি। ঘটনাচক্রে যিনি আবার পাইলট শিবিরেরও আইনজীবী।
সিঙ্ঘভি ভুলবশত তাঁর জামায় লাগানো মাইক্রোফোনটি বন্ধ না করেই সুপ্রিম কোর্টের বেঞ্চের শুনানিতে হাজির হয়েছিলেন।
আরও পড়ুন- জঙ্গি প্রজ্ঞার বাড়িতে এবিপি ডিজিটাল