সহকর্মীদের সঙ্গে বচসার জেরে তাঁদের লক্ষ্য করে গুলি চালালেন এক পুলিশকর্মী। — ফাইল ছবি।
সহকর্মীদের সঙ্গে বচসার জেরে তাঁদের লক্ষ্য করে গুলি চালালেন এক পুলিশকর্মী। ঘটনাস্থলেই প্রাণ হারালেন দু’জন। গুরুতর আহত অবস্থায় তৃতীয় জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সোমবার সকালের ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিকিম পুলিশের কর্মী প্রবীণ রাইকে।
দিল্লির রোহিণীর একটি জলপ্রকল্পে নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন, সিকিম পুলিশের সদস্য প্রবীণ, ধানহাং সুব্বা, পিন্টো নামগিয়াল ভুটিয়া এবং ইন্দ্রলাল ছেত্রী। সোমবার সকালে বাকিদের সঙ্গে প্রবীণের বচসা শুরু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর পরেই ইন্দ্রলালদের লক্ষ্য করে গুলি করেন বছর বত্রিশের প্রবীণ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই কমান্ডার পিন্টো এবং ইন্দ্রলালের মৃত্যু হয়। গুরুতর জখম ধানহাংকে বাবা সাহেব অম্বেডকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গত শনিবার জম্মু-কাশ্মীরের উধমপুর ছাওনিতে তিন সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর এক জওয়ান। তার পর নিজেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। একই রকম ভাবে গত নভেম্বরে ছত্তীসগঢ়ের সুকমায় সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন এক সিআরপিএফ জওয়ান। ওই ঘটনায় মারা যান চার জন। তিন জন আহত হন।