Shivraj Singh Chouhan

বিমানে ভাঙা চেয়ার খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে, ঠকানোর অভিযোগ শিবরাজের! কী জবাব দিল এয়ার ইন্ডিয়া

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ এয়ার ইন্ডিয়ার বিমানে ভোপাল থেকে নয়াদিল্লি যাচ্ছিলেন। তাঁর আসনের ক্রমিক সংখ্যা ছিল এইট সি। শিবরাজের অভিযোগ, ওই আসনটি ভাঙা ছিল এবং তা দুলছিলও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৩
Share:
শিবরাজ সিংহ চৌহান।

শিবরাজ সিংহ চৌহান। —ফাইল চিত্র।

বিমানে ভাঙা চেয়ারে বসতে দেওয়া হল খোদ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে! এই ঘটনায় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী। সংস্থাটির বিরুদ্ধে যাত্রীদের ঠকানোর অভিযোগও এনেছেন তিনি। শিবরাজ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করতেই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে ক্ষমা চেয়ে আশ্বাস দেওয়া হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

Advertisement

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ এয়ার ইন্ডিয়ার বিমানে মধ্যপ্রদেশের ভোপাল থেকে নয়াদিল্লি যাচ্ছিলেন। তাঁর আসনের ক্রমিক সংখ্যা ছিল এইট সি। শিবরাজের অভিযোগ, আসনটি ভাঙা ছিল এবং তা দুলছিলও। সমাজমাধ্যমে মন্ত্রী জানান, তিনি বিষয়টি বিমানকর্মীদের জানান। কর্মীরা শিবরাজকে বলেন, ভাঙা আসনটির ব্যাপারে তাঁরা অবগত। ওই আসনের জন্য টিকিট বিক্রি করা উচিত হয়নি বলে কর্মীরা শিবরাজকে জানান।

শিবরাজ এ-ও জানান যে, এক সহযাত্রী তাঁকে আসন বদলের প্রস্তাব দেন। কিন্তু তিনি কারও অসুবিধা চাননি। তাই দেড় ঘণ্টা ওই ভাঙা আসনে বসেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন শিবরাজ। নিজের অভিজ্ঞতা জানানোর পর এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মন্ত্রী। সমাজমাধ্যমের পোস্টে মন্ত্রী লেখেন, “যাত্রীরা পুরো ভাড়া দিচ্ছেন। তা হলে কেন তাঁদের ভাঙা এবং অস্বস্তিকর চেয়ারে বসতে দেওয়া হবে? এটা কি ঠকানো নয়?”

Advertisement

শিবরাজের তোপের পরেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে এয়ার ইন্ডিয়ার তরফে লেখা হয়, “অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না-হয়, সেই বিষয়ে সতর্ক থাকছি।” বিষয়টি নিয়ে শিবরাজের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে আশ্বাসও দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement