মুলায়মকে মুখ করে নতুন দল শিবপালের

ফাটল ধরেছিল অনেক দিন ধরেই। আজ সরকারি ভাবে সেই ভাঙনে সিলমোহর বসিয়ে নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন শিবপাল যাদব। নতুন এই দলের নাম হবে সমাজবাদী সেকুলার মোর্চা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০৩:৪৬
Share:

ফাটল ধরেছিল অনেক দিন ধরেই। আজ সরকারি ভাবে সেই ভাঙনে সিলমোহর বসিয়ে নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন শিবপাল যাদব। নতুন এই দলের নাম হবে সমাজবাদী সেকুলার মোর্চা। দলের প্রতিষ্ঠাতা শিবপাল যাদব আজ দাবি করেছেন, এই দলের নেতা হবেন তাঁর দাদা মুলায়ম সিংহ যাদব।

Advertisement

সমাজবাদী পার্টির প্রকৃত দাবিদার কে, তা নিয়ে ভোটের মুখে বিবাদে জড়িয়ে পড়েছিল শিবপাল ও অখিলেশ গোষ্ঠী। শেষ পর্যন্ত সেই যুদ্ধে অখিলেশ যাদব জিতে যান ঠিকই, কিন্তু উত্তরপ্রদেশে বিজেপির কাছে গো-হারা হারার পর দলের মধ্যেই কিছুটা দুর্বল হয়ে পড়েছেন অখিলেশ। বহু বর্ষীয়ান নেতা ভোটের আগে মুখ বন্ধ রাখলেও, ভোটে হারার পরে অখিলেশের নেতৃত্ব নিয়ে দলের মধ্যেই সরব হচ্ছেন। নতুন দল গড়া হলে ওই বিক্ষুব্ধ গোষ্ঠী সমাজবাদী পার্টি ছেড়ে নতুন দলে যোগ দেবেন বলেই মনে করছেন শিবপাল শিবির। ছেলের দলে এখন কার্যত ব্রাত্য হয়ে পড়েছেন বাবা মুলায়মও। সেই কারণে পরিকল্পিত ভাবেই মুলায়মকে সঙ্গে টেনেছেন শিবপাল। তাঁকে সামনে রেখে দল গড়লে বর্ষীয়ান নেতারা এসে সেই দলে যোগ দেবেন এই আশায় বুক বেঁধেছেন শিবপাল।

বিধানসভা ভোটে হারার পর থেকেই মায়াবতীর সঙ্গে জোট গড়ার পক্ষে সওয়াল করে আসছেন অখিলেশ। কিন্তু মুলায়ম দলে থাকলে মায়াবতীর পক্ষে এই জোটে যাওয়া যে মুশকিল, সেই বার্তা ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে দিয়ে রেখেছেন দলিত নেত্রী। এই পরিস্থিতিতে মুলায়ম নতুন দলে যোগ দিলে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মধ্যে মহাজোট গড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক শিবির।

Advertisement

আরও পড়ুন:কংগ্রেস চায় ২ সমাজবাদীকেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement