অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল। —ফাইল চিত্র।
ধর্ম অবমাননার অপরাধে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলের শাস্তি ঘোষণা করল শিখদের ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান, অমৃতসর স্বর্ণমন্দিরের ‘অকাল তখ্ত’।
সুখবীরের বিরুদ্ধে ২০১৫ সালে ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রামরহিমকে ‘অন্যায় সুবিধা’ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সোমবার ঘোষণা করা হয়েছে। অকাল তখ্তের জাঠেদার জ্ঞানী রঘুবীর সিংহের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ‘বিচারসভা’ বসে। সাজা হিসাবে বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত স্বর্ণমন্দিরের শৌচাগার পরিষ্কার করতে হবে তাঁকে।
গুরমিতের বিরুদ্ধে দেড় দশক আগে শিখ ধর্মকে অবমাননার অভিযোগ তুলেছিল অকাল তখ্ত। জাঠেদার সোমবার গুরমিতকে সাহায্য করার জন্য সুখবীরকে ‘তঙ্খাইয়া’ (ধর্ম অবমাননাকারী) ঘোষণা করেন। ২০১২-১৭ পঞ্জাবে অকালি দল-বিজেপি ক্ষমতায় থাকাকালীন সুখবীর ওই কাজ করেন বলে অভিযোগ। সে সময় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর পিতা, প্রয়াত প্রকাশ সিংহ বাদল। অতীতে ধর্ম অবমাননার অপরাধে প্রকাশকেও শাস্তি দিয়েছিল অকাল তখ্ত।