গ্রেফতার হোমের পরিচালক এম এ অবস্থী। ছবি: সংগৃহীত।
বিহারে সরকার অনুমোদিত হোমে ধর্ষণ ও অত্যাচারের ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার মধ্যপ্রদেশের ভোপাল। ফের সামনে এল সরকার অনুমোদিত একটি হোমে আবাসিকদের ওপর ভয়াবহ অত্যাচারের অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক পরিচালিত মূক ও বধিরদের এই হোমে দীর্ঘ দিন ধরেই আবাসিকদের ওপর যৌন ও শারীরিক অত্যাচার চালানো হত বলে অভিযোগ পাওয়া গিয়েছে। নিপীড়নের হাত থেকে রেহাই পায়নি নাবালক ও নাবালিকারাও। অত্যাচার সহ্য করতে না পেরে তিন জন আবাসিক মারাও গিয়েছে বলে জানা গিয়েছে। ভোপাল পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে সত্তর বছর বয়সী ওই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে।
শুক্রবার তিন বালক ও দুই বালিকা মধ্যপ্রদেশ সরকারের সামাজিক ন্যায়বিচার দফতরে গিয়ে প্রথম এই অত্যাচারের ঘটনা নিয়ে অভিযোগ জানায়। সেখানে গিয়ে তারা চিঠি লিখে অভিযোগ জানায়। তাদের কাছ থেকেই জানা যায়, যৌন অত্যাচার সহ্য করতে না পেরে এক শিশু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। দেওয়ালে মাথা ঠুকে দেওয়ায় মাথা ফেটে মারা যায় আরেক জন। প্রচণ্ড ঠান্ডায় আরেকজনকে সারা রাত বাইরে রাখা হয়েছিল। ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যায় সেই আবাসিকও।
আরও পড়ুন: ধর্ষণের আগে ৬৭ রকমের মাদক খাওয়াতেন ‘হান্টারওয়ালে আঙ্কল’
১৯৯৫ সাল থেকেই এই হোমটি সামাজিক ন্যায়বিচার দফতরের অনুমোদিত। বিভিন্ন সময় সরকারের অনুদানও পেয়েছে এই হোমটি। ২০০৩ সাল থেকে এই হোমে আছে ৪২ জন বালক ও ৫৮ জন বালিকা। পূর্ণ সময়ের কোনও ওয়ার্ডেন না থাকায় শিক্ষক-শিক্ষিকারাই এই হোমের আবাসিকদের দেখভালের দায়িত্বে ছিলেন। অভিযুক্ত এই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক পরিচালিত হোসাঙ্গাবাদের অন্য একটি হোমেও তার বিরুদ্ধে এক বছর আগে শিশুদের ওপর যৌন অত্যাচার চালানোর অভিযোগ উঠেছিল। কিন্তু সে ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। উল্টে সেই হোম থেকে অনেক শিশুকে তিনি ভোপালের এই হোমটিতে নিয়ে এসেছিলেন, এমনটাই জানিয়েছে নিগৃহীত শিশুরা।
আরও পড়ুন: ‘আদর্শ বধূ’ চাই? ভোপালের বিশ্ববিদ্যালয়ে নয়া পাঠ্যক্রম!
পুরো বিষয়টি আরও বিশদে তদন্ত করার জন্য ভোপাল পুলিশকে জানিয়েছে মধ্যপ্রদেশের সামাজিক ন্যায়বিচার দফতর। বিধানসভা নির্বাচনের আগে এই মর্মান্তিক ঘটনা সামনে আসায় আসরে নেমেছে রাজনৈতিক দলগুলিও। রাস্তায় নেমেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেসও।শুক্রবার নিপীড়িত শিশুদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করা হয়েছে কংগ্রেসের তরফে।
(রাজনীতি, অর্থনীতি, ক্রাইম - দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে দেশ বিভাগে ক্লিক করুন।)