বেআইনি ভাবে আটকে রাখা হয়েছিল তাঁকে— তদন্তে ‘ফাঁক’ দেখিয়ে মুম্বই আদালতের কাছে জেল থেকে মুক্তির আর্জি জানিয়েছিলেন শিনা বরা হত্যা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রাক্তন স্বামী তথা সহ-অভিযুক্ত সঞ্জীব খন্না। শনিবার সেই আর্জি খারিজ করল আদালত।
২৬ অগস্ট গ্রেফতারের পর সঞ্জীবকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। ৭ তারিখ মুম্বই আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু আদালতে না নিয়ে গিয়ে মুম্বই পুলিশ সঞ্জীবকে নিয়ে যায় কলকাতায়। সেখানে আদালতে পেশ করলেও তারা তা নিতে অস্বীকার করে। কারণ এক বার ট্রানজিট রিমান্ড দিয়ে কলকাতা থেকে মুম্বইয়ে আনা হয়েছিল সঞ্জীবকে। দ্বিতীয় বার ট্রানজিট রিমান্ড দেওয়া সম্ভব নয়। পরের দিন মুম্বই আদালতে তোলা হয় সঞ্জীবকে। তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। তখনই সঞ্জীবের আইনজীবী শ্রেয়াংশ মিঠারে জানান, এক দিনের জন্য বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে তাঁর মক্কেলকে। এ বিষয়ে তিনি আদালতের কাছে দরবার করবেন।
জেল কর্তৃপক্ষ আজ আদালতকে জানিয়েছেন, ইন্দ্রাণীকে ভাল খাবার দেওয়া হচ্ছে। বাড়ির খাবারের জন্য যে আবেদন জানিয়েছিলেন, তা যেন খারিজ করে দেওয়া হয়। বাড়ির খাবার আনার অনুমতি দেওয়া হলে জেলের নিয়ম ভাঙা হবে। তা ছাড়া নিরাপত্তার প্রশ্নও রয়েছে।