মোদী নিয়ে অন্য সুর শশীর

রাহুল যখন মোদীকে ‘হাউডি মোদী’ নিয়ে কটাক্ষ করছেন, প্রধানমন্ত্রী সম্পর্কে টুইটারে শশী তারুর লিখেছেন, ‘‘বিরোধী সাংসদ হিসেবে আমার অধিকার প্রধানমন্ত্রীর মতাদর্শ এবং সিদ্ধান্তের সমালোচনা করা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১০
Share:

শশী তারুর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে রাহুল গাঁধীর উল্টো সুর শশী তারুরের। আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের আয়োজন করা ‘হাউডি মোদী’ সমাবেশ নিয়ে প্রধানমন্ত্রীকে আজ খোঁচা দিলেন রাহুল। তাঁর টুইট-কটাক্ষ, ‘‘শেয়ার বাজারকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী যা করছেন তা বিস্ময়কর। হিউস্টনে বিপুল অর্থ ব্যয়ে বিশ্বের সব চেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কিন্তু কিছুই ভারতের অর্থনৈতিক দুরবস্থাকে ঢাকতে পারবে না।’’

Advertisement

রাহুল যখন মোদীকে ‘হাউডি মোদী’ নিয়ে কটাক্ষ করছেন, প্রধানমন্ত্রী সম্পর্কে টুইটারে শশী তারুর লিখেছেন, ‘‘বিরোধী সাংসদ হিসেবে আমার অধিকার প্রধানমন্ত্রীর মতাদর্শ এবং সিদ্ধান্তের সমালোচনা করা। কিন্তু উনি যখন বিদেশ যাচ্ছেন, তখন তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন। আমার দেশের পতাকা উনি বহন করছেন। আমি চাই প্রধানমন্ত্রীকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হোক। উনি যখন দেশে থাকবেন, তখন তাঁর ভুল নীতির বিরুদ্ধে বলার মতো অনেক কিছু আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement