দেশে বহুত্ববাদের উপরে হামলার প্রতিবাদে পদক্ষেপ করলেন আরও দুই সাহিত্যিক। দাদরিতে পিটিয়ে খুন, কন্নড় লেখক এম এম কুলবার্গির হত্যার মতো ঘটনার প্রতিবাদে সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়েছেন সাহিত্যিক নয়নতারা সহগল ও অশোক বাজপেয়ী। নরেন্দ্র মোদী সরকার জীবন ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ব্যর্থ হয়েছে বলে সরাসরি অভিযোগ করেছিলেন তাঁরা। আজ কুলবার্গি-হত্যার প্রতিবাদে সাহিত্য অকাদেমির সাধারণ পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন আর এক সাহিত্যিক শশী দেশপাণ্ডে। পাশাপাশি খেতাব ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন উর্দু সাহিত্যিক রহমান আব্বাস। বিদ্বজ্জনদের প্রতিবাদের স্রোতে মোদী সরকার আরও প্যাঁচে পড়বে বলে মনে করা হচ্ছে।