National News. Sharmila Chanu to end fast

অনশন ভাঙলেন শর্মিলা, আফস্পার বিরুদ্ধে লড়াই এ বার ভোটে নেমে

দেড় দশক পর অনশন ভাঙতে চলেছেন ইরম শর্মিলা চানু। মঙ্গলবার সকালে সে কারণেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন শর্মিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ১২:৩০
Share:

ফাইল চিত্র।

পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম অনশন ভাঙল মঙ্গলবার। ১৬ বছর লড়াইয়ের পর ইরম চানু শর্মিলা প্রত্যাহার করে নিলেন তাঁর অনশন আন্দোলন। শর্মিলাকে ইম্ফল জেলা আদালত এ দিন জামিনে মুক্তিও দিয়েছে। মণিপুরের পরবর্তী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন শর্মিলা।

Advertisement

মণিপুর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা প্রত্যাহারের দাবিতে ২০০০ সালে অনশন শুরু করেছিলেন ইরম শর্মিলা। আত্মহত্যার চেষ্টার ্অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। সেই থেকে হাসপাতালের ওয়ার্ডেই মূলত বন্দি থেকেছেন শর্মিলা। তাঁকে বলপূর্বক নাকে নল ঢুকিয়ে তরল খাবার দেওয়া হচ্ছিল এত দিন ধরে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভারতের যে সব রাজ্যে আফস্পা জারি রয়েছে (যেমন কাশ্মীর ও উত্তর পূর্বের কয়েকটি রাজ্য), সেখানেও যা খুশি তাই করতে পারবে না সেনাবাহিনী। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই গত ২৭ জুলাই আদালতে দাঁড়িয়ে অনশন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন চানু। শুধু তাই নয়, অনশন ভেঙে এ বার প্রেমিক ডেসমন্ড কুটিনহোর সঙ্গে ঘর বাঁধতে চান সে কথাও জানিয়েছিলেন ৪৪ বছরের শর্মিলা। মণিপুরের আগামী নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার কথাও জানিয়েছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: মণিপুরে খলনায়ক চানুর প্রেমিক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement