Sharad Pawar

সাসপেন্ড হওয়া আট সাংসদের সমর্থনে উপবাস পওয়ারের

পওয়ারের মত, সাংসদেরা শান্তিপূর্ণ ভাবেই নিজেদের অবস্থান প্রকাশ করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ০৫:১৮
Share:

শরদ পওয়ার। ছবি পিটিআই।

সাসপেন্ড হওয়া রাজ্যসভার আট সাংসদের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা শরদ পওয়ার। তাঁদের সমর্থনে মঙ্গলবার উপবাস করলেন রাজ্যসভার সাংসদ। রবিবার রাজ্যসভায় যে ভাবে কৃষি সংক্রান্ত দু’টি বিল পাশ করানো হয়েছে, এ দিন তারও বিরোধিতা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

Advertisement

রবিবার রাজ্যসভায় প্রবল তুলকালামের মধ্যেই ধ্বনিভোটে পাশ হয়ে যায় কৃষি সংক্রান্ত জোড়া বিল। অভিযোগ উঠেছে, বিলগুলি নিয়ে বিরোধী সাংসদদের বক্তব্য রাখার সুযোগ দেননি ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ। এই নিয়েও উদ্বেগ প্রকাশ করে পওয়ার এ দিন বলেন, সংসদে এমন ঘটনা কখনও দেখিনি।

তুলকালামের কারণেই আট সাংসদকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। মঙ্গলবার পওয়ার সাংবাদিকদের জানান, সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে থাকার বার্তা দিতে এ দিন উপবাস পালন করছেন তিনি। সংসদ চত্বরে গাঁধীমূর্তির কাছে প্রতিবাদে বসেছিলেন সাসপেন্ড হওয়া সাংসদেরা। সেই প্রসঙ্গে পওয়ারের মত, সাংসদেরা শান্তিপূর্ণ ভাবেই নিজেদের অবস্থান প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘টিভিতে শুনলাম ডেপুটি চেয়ারম্যান ওই আট সাংসদকে চা পানের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই সাংসদেরা তা ফিরিয়ে দিয়ে প্রতিবাদে অনড় থেকেছেন। অনেকে বলেছেন এটা নাকি হরিবংশের গাঁধীগিরি। যদিও গাঁধীর আদর্শের এ হেন অপমান আমি আগে হতে দেখিনি।’’ এনসিপি নেতা আরও বলেন, ‘‘কৃষি সংক্রান্ত বিল দু’টি এই ভাবে পাশ করানোর প্রয়োজন ছিল না। বিল দু’টি নিয়ে আলাদা ভাবে আলোচনা হতেই পারত।’’ তাঁর কথায়, ‘‘আমার মতো সদস্যরা আশা করেছিলেন চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান বিষয়টিকে গুরুত্ব দেবেন এবং সদস্যদের মতামত প্রকাশ করতে দেবেন। কিন্তু তা হয়নি।’’ পওয়ারের দাবি, ‘‘বিলগুলি রাজ্যসভায় আলোচনার জন্য এলে ডেপুটি চেয়ারম্যান যে নিয়ম মানছেন না তা তাঁকে বিরোধী সাংসদেরা জানিয়েছিলেন। আশা করা হয়েছিল ডেপুটি চেয়ারম্যান তা শুনবেন।’’

Advertisement

এ দিকে নির্বাচন কমিশনে হলফনামা জমা দেওয়ার ঘটনায় সোমবার পওয়ারকে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। এ দিন এই কথা জানিয়ে পওয়ারের কটাক্ষ, ‘‘ওরা আমাদের বেশি ভালবাসে!’’ পওয়ারের পাশাপাশি আয়কর দফতর নোটিস পাঠিয়েছে সাংসদ এবং পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তাঁর ছেলে তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেকে। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন নিয়ে প্রশ্ন করা হলে পওয়ার বলেন, ‘‘তার কি কোনও কারণ আছে? রাষ্ট্রপতি শাসন জারি কোনও রসিকতা নাকি?’’ পেয়াঁজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করার জন্যও এ দিন কেন্দ্রের সমালোচনা করেন এনসিপি নেতা পওয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement