রদবদল

ম্যাগি-বিতর্কে নেসলের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা চলছে। এরকম সঙ্কটের মধ্যেই নেসলে তার ভারতীয় শাখার প্রধান এতিয়েন বেনেটকে সরিয়ে দিল। নেসলের পক্ষ থেকে জানানো হয়, এতিয়েন বেনেট সুইত্জারল্যান্ডের অফিসের দায়িত্বভার নেবেন। তাঁর স্থানে নিযুক্ত হলেন সুরেশ নারায়ণন। তিনি নেসলের প্রাক্তন আধিকারিক ও বর্তমানে কোম্পানির ফিলিপাইনস শাখার কর্ণধার।

Advertisement
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০৩:১১
Share:

ম্যাগি-বিতর্কে নেসলের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা চলছে। এরকম সঙ্কটের মধ্যেই নেসলে তার ভারতীয় শাখার প্রধান এতিয়েন বেনেটকে সরিয়ে দিল। নেসলের পক্ষ থেকে জানানো হয়, এতিয়েন বেনেট সুইত্জারল্যান্ডের অফিসের দায়িত্বভার নেবেন। তাঁর স্থানে নিযুক্ত হলেন সুরেশ নারায়ণন। তিনি নেসলের প্রাক্তন আধিকারিক ও বর্তমানে কোম্পানির ফিলিপাইনস শাখার কর্ণধার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement