Shah Rukh Khan

Suhana Khan: ছেলেবেলার ছবিতে মজে সুহানা, ভাইকে নিয়ে লিখলেন তিন শব্দের একটি বাক্য, আই লভ ইউ!

অক্টোবরের শুরু থেকেই চরম টানাপড়েন চলছে আরব সাগরের ধারে প্রাসাদোপম বাংলোয়। সেই ঘোর অস্বস্তির সাময়িক বিরাম মিলেছে বৃহস্পতিবার বিকেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১১:০৭
Share:

খান পরিবারে খুশির হাওয়া। ফাইল ছবি।

সংশয় ছিল, বাড়ির বড় ছেলেকে কি দীপাবলিটা বাড়ির বাইরেই কাটাতে হবে? বৃহস্পতিবার বম্বে হাই কোর্ট জামিন দিয়েছে শাহরুখ-তনয় আরিয়ান খানকে। এই খবর উৎসবের মরসুমে বাড়তি আনন্দ ঢেলে দিয়েছে খান পরিবারে। এ বার অপেক্ষা ছেলের ‘মন্নত’-এ ফেরার। আদালতের রায় জানার পরই ছোট ছেলে আবরামকে ছাদে উঠে দৌড়োদৌড়ি করতে দেখেছেন হাজারো শাহরুখ-ভক্ত। তেমনই আর তর সইছে না সুহানারও। এ বার বাড়ির মেয়ের ইন্স্টা প্রোফাইলে তুফান তুলল ভাই-বোনের ছোটবেলার একগুচ্ছ ছবি। তাতে অন্য মাত্রা যোগ করেছে ছোট্ট একটি লাইন, ‘আই লভ ইউ’!

Advertisement

ছবিগুলো সবক’টিই সুহানা-আরিয়ানের ছোটবেলার। সেখানে কম বয়সি শাহরুখও আছেন। ছবির পর ছবিতে ফুটে উঠেছে ছোট্ট আরিয়ান-সুহানার খুনসুটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বাবা শাহরুখ। যা মন ছুঁয়ে গিয়েছে বহু মানুষের।

অক্টোবরের শুরু থেকেই চরম টানাপড়েন চলছে আরব সাগরের ধারে প্রাসাদোপম বাংলোয়। সেই ঘোর অস্বস্তির সাময়িক বিরাম মিলেছে বৃহস্পতিবার বিকেলে। তবে আর্থার রোড জেল থেকে ঠিক কখন বেরোতে পারবেন ‘মন্নত’-এর বড় ছেলে, তা নিয়ে সংশয় দানা বেঁধেছে। আদালত জামিন মঞ্জুর করেছে ঠিকই, কিন্তু জামিনের শর্ত জানায়নি এখনও। বম্বে হাই কোর্ট সূত্রে খবর, শুক্রবার দ্বিতীয়ার্ধে বিচারপতি সাম্ব্রে বিস্তারিত নির্দেশ জানাতে পারেন। সেই নির্দেশ পৌঁছবে আর্থার রোড জেলে। তার পর আরম্ভ হবে আনুষ্ঠানিক মুক্তির প্রক্রিয়া। ফলে আরিয়ানের মুক্তি শুক্র পেরিয়ে শনিবারও হতে পারে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এ বারের দীপাবলিটাও বাড়িতে কাটাবেন খান পরিবারের বড় ছেলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement