এএফপি-র তোলা ফাইল চিত্র।
ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন শাহরুখ খান। বুধবার শাহরুখ বলেন, “দেশে কোনও অসহিষ্ণুতাই নেই।” অথচ গত মাসেই নিজের ৫০তম জন্মদিনে তিনি বলেছিলেন, ‘‘দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এ ভাবে চলতে থাকলে আমরা আর ক’দিনের মধ্যে অন্ধকার যুগে ফিরে যাব।’’ এ দিন অবশ্য সে মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বলেন, “সব ঠিকঠাকই আছে।”
আরও পড়ুন: দেশে এখন চরম অসহিষ্ণুতা, মুখ খুললেন শাহরুখ
দাদরি কাণ্ড থেকে শুরু করে কালবুর্গী হত্যা-সহ একের পর এক ঘটনায় দেশ জুড়ে চরম ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে অভিযোগ করে সরব হয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। সাহিত্য অকাদেমি পুরস্কার বা জাতীয় পুরস্কার ফিরিয়ে এর বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দেশের বিশিষ্টজনেরা। পাশাপাশি, এই ইস্যুতে ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও।
এই বিতর্কে মুখ খুলে বিজেপি সরকারের অস্বস্তি বাড়িয়েছেন বলিউড বাদশা শাহরুখ। এর পর কার্যত দু’ভাগ হয়ে যায় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। শাহরুখের সমর্থনে অনেক এগিয়ে এলেও তাঁর বিরুদ্ধ মতেরও মানুষ মুখ খোলেন। এই আবহে আমির খানও জানান, দেশের পরিবেশ নিয়ে চিন্তিত তিনি ও তাঁর পরিবার। স্ত্রী কিরণ রাও একই আশঙ্কা প্রকাশ করেছেন। এমনকী, এ সময়ে দেশ ছাড়া উচিত হবে কিনা, তা-ও জানান তিনি।
সে সময় আমিরের পাশে দাঁড়ালেও শাহরুখ বলেছিলেন, “এ দেশ থেকেই তিনি সব কিছু পেয়েছেন।” নিজের সন্তানদের তিনি ধর্ম বা কোনও ‘ছোটখাটো’ বিষয়ে ধারণা তৈরি না করার উপদেশ দেন বলেও জানিয়েছেন শাহরুখ। তাঁর মতে, কখনও সখনও পরিস্থিতি বিবেচনা না করেই অনেকে মন্তব্য করে বসেন। তার মানে এই নয় যে, দেশে অসহিষ্ণুতা রয়েছে।