সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।
নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্তের সাজা কমাল সুপ্রিম কোর্ট। নির্যাতিতা (এখন সাবালক) জানিয়েছেন, তিনি এখন বিবাহিত জীবনে সুখী ও এই মামলা নিয়ে আর এগোতে আগ্রহী নন। সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর গাভাই, বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছে, এ ক্ষেত্রে ন্যূনতম সাত বছরের কারাদণ্ড হওয়া উচিত। তবে নিম্ন আদালত চাইলে তার চেয়ে কম মেয়াদের সাজা দিতে পারে।
মধ্যপ্রদেশের খান্ডওয়ার বাসিন্দা ওই মহিলার পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। এই মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তির স্ত্রী তখন তার পড়াশোনায় সাহায্য করার জন্য নিজেদের বাড়িতে আশ্রয় দেন। সেই সময়েই তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি। পরে তার বিরুদ্ধে মামলা করেন নাবালিকার বাবা-মা। খান্ডওয়ার নিম্ন আদালতে ওই ব্যক্তি মুক্তি পায়। পরে মধ্যপ্রদেশ হাই কোর্ট তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।
সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় ওই ব্যক্তি। এ দিন শীর্ষ আদালত জানিয়েছে, ওই ব্যক্তি তখন মহিলার দারিদ্রের সুযোগ নিয়েছিল। কিন্তু মহিলা এখন বিবাহিত জীবনে সুখী। তিনি মামলা চালাতে আগ্রহী নন বলে আইনজীবীর মাধ্যমে জানান। তাই কারাদণ্ডের মেয়াদ কমিয়েছে শীর্ষ আদালত। সংবাদ সংস্থা