মঙ্গলবার ছিল হেনস্থার দিন

প্রতি মঙ্গলবারই যৌন নির্যাতনের শিকার হত মুজফফরপুর বেসরকারি হোমের কিশোরীরা। রাজ্য মহিলা কমিশনের সভানেত্রী দিলমনিদেবী আজ ওই হোমের পরিস্থিতি ঘুরে দেখে বলেন, ‘‘প্রতি মঙ্গলবার হোমের পরিস্থিতি দেখতে সরকারি অফিসাররা আসতেন। তাঁরাই কিশোরীদের তুলে নিয়ে যেতেন। পরে আবার হোমে নামিয়ে দিয়ে যেতেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৪:১২
Share:

ফাইল চিত্র।

প্রতি মঙ্গলবারই যৌন নির্যাতনের শিকার হত মুজফফরপুর বেসরকারি হোমের কিশোরীরা। রাজ্য মহিলা কমিশনের সভানেত্রী দিলমনিদেবী আজ ওই হোমের পরিস্থিতি ঘুরে দেখে বলেন, ‘‘প্রতি মঙ্গলবার হোমের পরিস্থিতি দেখতে সরকারি অফিসাররা আসতেন। তাঁরাই কিশোরীদের তুলে নিয়ে যেতেন। পরে আবার হোমে নামিয়ে দিয়ে যেতেন।’’

Advertisement

আজ হোমের নীচ থেকে উপর ঘুরে দেখেন কমিশনের সদস্যরা। তাঁরা জানান, রীতিমতো ভয় পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে ওই অন্ধকার ঘরগুলিতে। হোমে গর্ভপাত করানোর সমস্ত ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। দিলমনিদেবী বলেন, ‘‘আমি নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছি। প্রতি রাতে তাঁদের ওষুধ খেতে দেওয়া হত। সেই ওষুধ খাওয়ার পরে আছন্ন হয়ে পড়ত তাঁরা।’’

আজ বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝিও হোমে যান। তেজস্বী বলেন, ‘‘সিবিআইয়ের হাতে ইচ্ছে করেই তদন্তভার তুলে দিতে চাইছেন না নীতীশ। তা হলে সমস্ত অভিযুক্তের সঙ্গে সরকার ঘনিষ্ঠদের সম্পর্ক প্রকাশ্যে চলে আসবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement