Train cancel

করমণ্ডলের দুর্ঘটনাস্থল বাহানগা বাজার স্টেশনে মেরামতির কাজ, বুধবার বাতিল একগুচ্ছ ট্রেন

বুধবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। গত ২ জুন বাহানগা বাজার স্টেশনের কাছেই বেলাইন হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৭:৫৫
Share:

—ফাইল চিত্র।

ওড়িশার বালেশ্বরে বাহানগা বাজার স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আরও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হল। বুধবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। গত ২ জুন ওই স্টেশনের কাছেই বেলাইন হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস।

Advertisement

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-শ্রী সত্য সাই প্রশান্তি নিলয়ম এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস, শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, জাজপুর কেওনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল, খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস, শালিমার-পুরী এক্সপ্রেস, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, তামবারাম-সাঁতরাগাছি এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, স্যর এম বিশ্বেশ্বরায়া-হাওড়া এক্সপ্রেস, পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস, এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

Advertisement

গত ২ জুন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বালেশ্বরের কাছে বাহানগা বাজার স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে একটি মালগাড়ির ওয়াগানের উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। এই দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement