—ফাইল চিত্র।
ওড়িশার বালেশ্বরে বাহানগা বাজার স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আরও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হল। বুধবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। গত ২ জুন ওই স্টেশনের কাছেই বেলাইন হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস।
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-শ্রী সত্য সাই প্রশান্তি নিলয়ম এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস, শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, জাজপুর কেওনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল, খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস, শালিমার-পুরী এক্সপ্রেস, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, তামবারাম-সাঁতরাগাছি এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, স্যর এম বিশ্বেশ্বরায়া-হাওড়া এক্সপ্রেস, পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস, এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
গত ২ জুন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বালেশ্বরের কাছে বাহানগা বাজার স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে একটি মালগাড়ির ওয়াগানের উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। এই দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই।