COVID-19

Covid 19: দ্বিতীয় তরঙ্গ শেষ হয়নি, দেশের ১৬৭ জেলায় সংক্রমণের হার এখনও ৫ শতাংশের উপরে: আইসিএমআর

আইসিএমআর-এর সমীক্ষা বলছে, ৭৫টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। এবং ৯২টি জেলায় সংক্রমণের হার ৫-১০ শতাংশের মধ্যে রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৩:০৩
Share:

ফাইল চিত্র।

কোভিড সংক্রমণের সামগ্রিক গ্রাফ নামলেও দেশের একটা বড় অংশে দ্বিতীয় তরঙ্গের প্রভাব রয়েছে। কারণ দেশের বহু জেলায় এখনও সংক্রমণের হার ৫ শতাংশের বেশি। তাই দ্বিতীয় তরঙ্গ চলে গিয়েছে এমনটা ভাবা ঠিক নয় বলেই জানালেন ইন্ডিয়ানা কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ(আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব।

Advertisement

একই সঙ্গে তাঁর পরামর্শ, তৃতীয় ঢেউকে এড়াতে জেলাস্তরে সংক্রমণের হার নিয়ে কড়া নজরদারি চালাতে হবে। ছোট ছোট এলাকাগুলিতে সংক্রমণের ব্যাপারে আরও নজরদারি বাড়াতে হবে। তবেই তৃতীয় ঢেউকে এড়ানো সম্ভব হবে।

আইসিএমআর-এর সমীক্ষা বলছে, ৫৬৫টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ৫ শতাংশের নীচে। ৭৫টি জেলায় এই হার ১০ শতাংশের বেশি। এবং ৯২টি জেলায় সংক্রমণের হার ৫-১০ শতাংশের মধ্যে রয়েছে। আইসিএমআর-এর সমীক্ষায় আরও বলা হয়েছে যে, দেশে কোভিডের তৃতীয় তরঙ্গ এলেও দ্বিতীয় তরঙ্গের মতো এতটা ভয়াবহ হবে না।

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন সংক্রমণের ছবিটা তাৎপর্যপূর্ণ ভাবে বদলেছে। সংক্রমণ আগের তুলনায় অনেকটা কমেছে। এখনও ১২৫টি জেলায় প্রতি দিন একশোর বেশি নতুন সংক্রমণ ধরা পড়ছে। তাই যত ক্ষণ না দেশের এই বৃহৎ অংশে সংক্রমণের হার ৫ শতাংশের নীচে নামছে, তত ক্ষণ পর্যন্ত দ্বিতীয় তরঙ্গ চলে গিয়েছে এ দাবি করা উচিত নয় বলে মনে করেন ভার্গব।

তবে জনসাধারণকেও কোভিড বিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। একই সঙ্গে টিকার গতিও বাড়াতে হবে। তবেই তৃতীয় ঢেউ এড়ানো সম্ভব হতে পারে বলে আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেলের মত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement