প্রতীকী ছবি।
আরব সাগরে ভেঙে পড়া মিগ বিমানের নিখোঁজ পাইলটের এখনও কোনও হদিশ মেলেনি। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ু সেনা। গত ২৬ নভেম্বর বায়ুসেনার প্রশিক্ষণরত মিগ ২৯কে বিমান ভেঙে পড়ে। এক জন পাইলটকে সে দিনই উদ্ধার করা হয়। কিন্তু সেকেন্ড পাইলট নিশান্ত সিংহের এখনও কোনও খোঁজ মেলেনি।
নিশান্তের খোঁজে ৯টি যুদ্ধজাহাজ এবং ১৪টি উদ্ধারকারী বিমান কাজ করছে। স্থানীয়দেরও সহযোগিতা চাওয়া হয়েছে। বাসুসেনা সূত্রে খবর, উপকূল বরাবর খোঁজ চালানোর জন্য ফাস্ট ইন্টারসেপ্টর বিমানকে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কোস্টাল পুলিশও উপকূলবর্তী গ্রামগুলোতে অনুসন্ধান চালাচ্ছে।
বায়ুসেনা সূত্রে আরও জানানো হয়েছে, ভেঙে পড়া বিমানের ল্যান্ডিং গিয়ার, টার্বো চার্জার, ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিন, উইং ইঞ্জিন-সহ বেশ কিছু জিনিস চিহ্নিত করা হয়েছে। সেগুলো উদ্ধার করা হচ্ছে।
কী ভাবে বিমান ভেঙে পড়ল, কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা বা কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখার জন্য উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত এক বছরে এ নিয়ে তিনটে মিগ ২৯কে বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।