National

এখনও বেহদিশ বায়ুসেনার নিখোঁজ বিমান, কাল নামছে সাবমেরিন

তন্নতন্ন তল্লাশি চলছে গত চার দিন ধরে। কিন্তু এখনও হদিশ মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যাওয়া বায়ুসেনার বিমান ‘এএন-৩২’-এর। ভেঙে পড়া বিমানের কোনও অংশেরও খোঁজ মেলেনি। বায়ুসেনার ২৯ জন জওয়ানকে নিয়ে গত শুক্রবারই বঙ্গোপসাগরের ওপরের আকাশে হারিয়ে যায় বিমানবাহিনীর বিমানটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ১৭:০৯
Share:

বঙ্গোপসাগরে নিখোঁজ বায়ুসেনার বিমান ‘এএন-৩২’।

তন্নতন্ন তল্লাশি চলছে গত চার দিন ধরে। কিন্তু এখনও হদিশ মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যাওয়া বায়ুসেনার বিমান ‘এএন-৩২’-এর। ভেঙে পড়া বিমানের কোনও অংশেরও খোঁজ মেলেনি। বায়ুসেনার ২৯ জন জওয়ানকে নিয়ে গত শুক্রবারই বঙ্গোপসাগরের ওপরের আকাশে হারিয়ে যায় বিমানবাহিনীর বিমানটি।

Advertisement

উপকূল রক্ষী বাহিনীর ইনস্পেক্টর জেনারেল রাজন বারগোত্রা সোমবার বলেছেন, ‘‘ওই বিমানটি খোঁজার জন্য যে ‘এমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটার’ (ইএলটি) বা ‘বেকন’ বসানো হয়েছিল, তা থেকে ওই বিমান বা তার কোনও যন্ত্রাংশের হদিশ মেলার কোনও সিগন্যাল পাওয়া যায়নি। ইএলটি-র মাধ্যমে অনুসন্ধানের কাজে উপগ্রহগুলি অনেকটাই সাহায্য করছে। কিন্তু তার পরেও কোনও কিছুর হদিশ মেলেনি এখনও। আমরা ওই এলাকায় আবার নতুন করে অনুসন্ধান চালাব।’’

বায়ুসেনার ভেঙে পড়া বিমানটির সন্ধানে গত চার দিন ধরেই বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় তন্নতন্ন তল্লাশি চালাচ্ছে বায়ুসেনা, নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীর মোট ১৬টি জাহাজ ও ৬টি বিমান।

Advertisement

বায়ুসেনার এক পদস্থ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার থেকে ওই ভেঙে পড়া বিমানটির খোঁজে বঙ্গোপসাগরে তল্লাশিতে নামবে একটি সাবমেরিনও।

আরও পড়ুন- ছেলেকে ‘বনবাসে’ পাঠালেন হিরে ব্যবসায়ী কোটিপতি বাবা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement