ফাইল চিত্র।
প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে হ্যাকার-হানার অভিযোগ উঠেছিল ক’দিন আগে। আজ বেলা ১১টা ৩৫ নাগাদ আচমকা অকেজো হয়ে গেল ভারতের সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটটিও। এই ঘটনার নেপথ্যে ব্রাজিলীয় কোনও হ্যাকার-গোষ্ঠীর কলকাঠি রয়েছে বলে অনেকের সন্দেহ। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের দিনভর চেষ্টার পরে রাত ৭টা ৫০ মিনিটে ফের সচল হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি।
আজ সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশটে দেখা যায়, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ঠিকানায় রয়েছে ভাঙগাছের একটি পাতার ছবি। সঙ্গে লেখা এক লাইনের বার্তা— ‘হ্যাকিডো পর হাইটেক ব্রাজিল হ্যাক টিম’। এর পরে সারা দিন ‘সুপ্রিমকোর্টঅবইন্ডিয়া ডট এনআইসি’ ওয়েবসাইটে ঢুকতে গেলেই দেখা গিয়েছে, সেখানে লেখা, ‘রক্ষণাবেক্ষণের কাজ চলছে।’
সিবিআই আদালতের বিচারক ব্রিজগোপাল লোয়ার মৃত্যুর পুনর্তদন্তের আর্জি আজ সকালেই খারিজ করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ। সেই রায়ের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কখন আপলোড করা হবে, সেই অপেক্ষায় ছিলেন সাংবাদিক-সহ অনেকেই। আচমকা এই ঘটনার পরে সুপ্রিম কোর্টের তরফেই সংবাদমাধ্যমকে রায়ের কপি পাঠিয়ে দেওয়া হয়। তবে ওয়েবসাইটটি হ্যাক করাই হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি।