B. H. Loya

লোয়ার মৃত্যু কি অস্বাভাবিক? ফের খতিয়ে দেখার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

২০১৪ সালের ১ ডিসেম্বরে মৃত্যু হয় বিশেষ সিবিআই আদালতের বিচারক বি এইচ লোয়ার। সে সময় সোহরাবুদ্দিন শেখ ‘ভুয়ো এনকাউন্টার’ মামলার বিচার করছিলেন তিনি। লোয়ার মৃত্যুর পর যে বিচারক মামলার ভার পান, তিনি মামলা থেকে অব্যহতি দেন অন্যতম অভিযুক্ত বিজেপি সভাপতি অমিত শাহকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৮ ০৪:৩০
Share:

বিচারক বি এইচ লোয়ার মৃত্যুর তদন্ত হবে কি না, তা আরও একবার বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্ট। ল-ইয়ার’স অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে আরও একবার এই মামলা শুনবে শীর্ষ আদালত। গত ১৯ এপ্রিল শীর্ষ আদালত বলেছিল, বিচারক লোয়ার মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। তাই এ ব্যাপারে তদন্তেরও কোনও প্রয়োজন নেই। তার পরই ল-ইয়ার’স অ্যাসোসিয়েশন এ বিষয়ে বিবেচনার আবেদন করেছিল।

Advertisement

২০১৪ সালের ১ ডিসেম্বরে মৃত্যু হয় বিশেষ সিবিআই আদালতের বিচারক বি এইচ লোয়ার। সে সময় সোহরাবুদ্দিন শেখ ‘ভুয়ো এনকাউন্টার’ মামলার বিচার করছিলেন তিনি। লোয়ার মৃত্যুর পর যে বিচারক মামলার ভার পান, তিনি মামলা থেকে অব্যহতি দেন অন্যতম অভিযুক্ত বিজেপি সভাপতি অমিত শাহকে।

বিচারক লোয়ার মৃত্যু স্বাভাবিক নয় বলে অভিযোগ ওঠে নানা শিবির থেকে। বম্বে ল-ইয়ার’স অ্যাসোসিয়েশন (বিএলএ) হাইকোর্টের দ্বারস্থ হয়ে এই মৃত্যুর তদন্তের দাবি জানায়। পরবর্তীতে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে।

Advertisement

আরও পড়ুন: বুরারির ছায়া, রাঁচির বাড়িতে সাত জনের ঝুলন্ত দেহ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement