কার কী মামলা? তালিকা প্রকাশ সুপ্রিম কোর্টের

অবশেষে আজ নজিরবিহীন ভাবেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা কে কোন বিষয়ের মামলা শুনবেন, সেই তালিকা সবার জন্য ওয়েবসাইটে তুলে দিলেন প্রধান বিচারপতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৯
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

মামলা বণ্টন নিয়ে সপ্তাহ দুয়েক আগেই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সর্বোচ্চ আদালতের প্রবীণতম চার বিচারপতি। অভিযোগ করেছিলেন, গুরুত্বপূর্ণ মামলাগুলি নির্দিষ্ট কয়েক জন বিচারপতির বেঞ্চেই পাঠিয়ে দিচ্ছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। অবশেষে আজ নজিরবিহীন ভাবেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা কে কোন বিষয়ের মামলা শুনবেন, সেই তালিকা সবার জন্য ওয়েবসাইটে তুলে দিলেন প্রধান বিচারপতি।

Advertisement

আগামী ৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে এই নয়া ‘রোস্টার’ কার্যকর হবে। ওই সূচি বলছে, সমস্ত জনস্বার্থ মামলা শুনবেন প্রধান বিচারপতি। এ ছাড়া ফৌজদারি, নির্বাচন, সামাজিক ন্যায়, সাংবিধানিক কার্যনির্বাহী নিয়োগ, তদন্ত কমিশন গঠন ইত্যাদি সংক্রান্ত মামলাও যাবে তাঁর বেঞ্চে। ফৌজদারি মামলা অবশ্য বিচারপতি জাস্তি চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি কুরিয়ান জোসেফও শুনবেন। আবার শ্রম সংক্রান্ত মামলা বিচারপতি চেলামেশ্বর এবং বিচারপতি গগৈ, দু’জনের বেঞ্চেই যাবে। বিচারপতি মদন বি লোকুর এবং বিচারপতি এ কে সিক্রি, দু’জনেই শুনবেন সশস্ত্র বাহিনী সংক্রান্ত মামলা।

গত ১২ জানুয়ারি বিচারপতি চেলামেশ্বর, বিচারপতি গগৈ, বিচারপতি লোকুর এবং বিচারপতি জোসেফ সাংবাদিক বৈঠক করে মামলা বণ্টন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রধান বিচারপতির বিরুদ্ধে। প্রাক্তন বিচারপতিদের একাংশও বলেছিলেন যে, প্রধান বিচারপতি ‘মাস্টার অব রোস্টার’ হলেও নিজের পছন্দসই বিচারপতির হাতে মামলা তুলে দিতে পারেন না। মনে করা হচ্ছে, সেই বিতর্কের জেরেই বিচারপতিদের মধ্যে বিষয় অনুযায়ী ভাগ করে দেওয়া মামলার তালিকা প্রকাশ্যে আনা হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement