২০১৭-র এপ্রিলে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই ‘অ্যাভারেজ মান্থলি ব্যালান্স’ না থাকার বিষয়ে শাস্তিমূলক ফি ধার্য করেছিল। ২০১৭-১৮ আর্থিক বছরে এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত এই কারণে প্রায় ৪১ লক্ষ ১৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এসবিআই। সম্প্রতি তথ্যের অধিকার আইন ২০০৫ (আরটিআই)-কে দেওয়া একটি প্রশ্নের উত্তরে এই তথ্য দেওয়া হয়েছে এসবিআই-এর পক্ষ থেকে।
মধ্যপ্রদেশের নিমাচের বাসিন্দা চন্দ্রশেখর গৌরের তথ্য জানার অধিকার আইনে করা একটি মামলায় এসবিআই-এর কাছে জানতে চাওয়া হয়, ১ এপ্রিল ২০১৭-র পর থেকে মিনিমাম ব্যালান্স না রাখা হলে কতগুলি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে? উত্তরে এসবিআই জানিয়েছে, ১ এপ্রিল ২০১৭ থেকে ৩১ জানুয়ারি ২০১৮-র মধ্যে মিনিমাম ব্যালেন্স না থাকার শাস্তিস্বরূপ ৪১ লক্ষ ১৬ হাজার সেভিংস অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছে। এই সময়ের মধ্যে ‘মিনিমাম ব্যালান্স’ না রাখার কারণে গ্রাহকদের কাছে থেকে শাস্তিমূলক ফি বাবদ ১ হাজার ৭৭১ কোটি ৬৭ লক্ষ টাকা আদায় করা হয়েছে বলেও জানিয়েছে এসবিআই।
এসবিআই-এ সেভিংস অ্যাকাউন্ট রয়েছে প্রায় ৪১ কোটি। এর মধ্যে প্রায় ১৬ কোটি অ্যাকাউন্ট রয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, পেনশনার, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হোল্ডারদের। এই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম কার্যকর হয়নি।
আরও পড়ুন: ৬৮ শতাংশ অস্ত্রই ‘পুরনো’, উদ্বেগ বাড়ালেন সেনাকর্তা
‘অ্যাভারেজ মান্থলি ব্যালান্স’ না রাখার ক্ষেত্রে এই শাস্তিমূলক ফি গত বছরের অক্টোবরেই কিছুটা কমানো হয়েছিল। মঙ্গলবার এসবিআই-এর পক্ষ থেকে ‘মিনিমাম ব্যালান্স’ না রাখার মাসুল একধাক্কায় প্রায় ৭৫ শতাংশ কমানো হয়েছে।