ওষুধের অভাব নেই: সত্যপাল

সম্প্রতি সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হয়, নিষেধাজ্ঞার কবলে থাকা উপত্যকায় ওষুধের আকাল দেখা দিয়েছে। অনেক জীবনদায়ী ওষুধও পাওয়া যাচ্ছে না। ফলে‌ সঙ্কটে পড়েছেন মানুষ। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও শ্রীনগর শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ০৩:২২
Share:

সত্যপাল মালিক।

কাশ্মীরে ওষুধের আকালের দাবি উড়িয়ে দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। তাঁর আরও দাবি, যোগাযোগ ব্যবস্থার উপরে নিষেধাজ্ঞা অনেক প্রাণরক্ষা করতে সাহায্য করেছে। তবে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে কাশ্মীরে প্রথম মৃত্যুর কথা মেনেছে প্রশাসন। অনন্তনাগে বিক্ষোভকারীদের পাথরের আঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অন্য দিকে এ দিন শ্রীনগরের সচিবালয় থেকে জম্মু-কাশ্মীরের আলাদা পতাকা সরিয়ে দিয়েছে প্রশাসন।

Advertisement

সম্প্রতি সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হয়, নিষেধাজ্ঞার কবলে থাকা উপত্যকায় ওষুধের আকাল দেখা দিয়েছে। অনেক জীবনদায়ী ওষুধও পাওয়া যাচ্ছে না। ফলে‌ সঙ্কটে পড়েছেন মানুষ।

প্রয়াত অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দিল্লিতে আসেন রাজ্যপাল সত্যপাল মালিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকালের কথা একেবারেই ভিত্তিহীন। বস্তুত ইদের সময়ে আমরা বাড়িতে-বাড়িতে মাংস, আনাজ, ডিম পৌঁছে দিয়েছি।’’ জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে এক বিবৃতিতেও জানানো হয়েছে, আজ শ্রীনগরের ১৬৬৬টি ওষুধের দোকানের মধ্যে ১১৬৫টি খোলা ছিল। গোটা উপত্যকায় ৭৬৩০টি খুচরো ওষুধের দোকান ও ৪৩৩১টি পাইকারি দোকান রয়েছে। তার মধ্যে ৬৫ শতাং‌শই আজ খোলা ছিল। প্রশাসনের দাবি, গত ২০ দিনে ২৩.৮১ কোটি টাকার ওষুধ উপত্যকার বিভিন্ন ওষুধের দোকানে পৌঁছেছে। তা মাসিক গড়ের চেয়ে সামান্য বেশি। বৈধ তালিকায় থাকা ৩৭৬টি ওষুধই সব সরকারি ও বেসরকারি দোকানে রয়েছে। ৬২টি জীবনদায়ী ওষুধও পাওয়া যাচ্ছে। প্রশাসনের দাবি, দু’ক্ষেত্রেই ১৫-২০ দিনের ওষুধ মজুত রয়েছে।

Advertisement

প্রশাসনের বিবৃতিতে জানানো হয়েছে, উপত্যকায় ওষুধের মূল সরবরাহকারীদের গুদাম জম্মুতে। সেখান থেকে কাশ্মীরে ওষুধ সরবরাহ করতে ১৪ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে। তবে কাশ্মীরে দু’দিন ধরে বেবি ফুডের অভাবের কথা মেনে নিয়েছে প্রশাসন। তবে তাদের দাবি, প্রায় তিন সপ্তাহের প্রয়োজন মেটানোর মতো বেবি ফুড উপত্যকায় পৌঁছে গিয়েছে। ৭২টি ক্ষেত্রে বেবি ফুডের কী দাম নেওয়া হচ্ছে তা পরীক্ষা করে দেখেছে প্রশাসন। কিন্তু বেশি দাম নেওয়ার প্রমাণ মেলেনি।

যোগাযোগ ব্যবস্থার উপরে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নের জবাবে মালিক বলেন, ‘‘যদি এতে কিছু মানুষের প্রাণরক্ষা হয় তবে আপত্তিটা কোথায়?’’ তাঁর কথায়, ‘‘আগে কাশ্মীরে গোলমাল হলেই প্রথম সপ্তাহে অন্তত ৫০ জন নিহত হতেন। আমরা চাই না কারও মৃত্যু হোক। সে জন্য প্রয়োজনে ১০ দিন ফোন পরিষেবা বন্ধ রাখতে হলে হবে। তবে কিছু দিনের মধ্যেই সব পরিষেবা ফের চালু করব আমরা।’’ তবে আজ অনন্তনাগের জ়ারদিপোরা উরানহালে বিক্ষোভকারীদের পাথরের আঘাতে নুর মহম্মদ দার নামে এক চালক নিহত হয়েছেন বলে মেনে নিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, সম্ভবত দারের ট্রাককে বাহিনীর ট্রাক ভেবেছিল বিক্ষোভকারীরা।

অন্য দিকে এ দিন শ্রীনগরের সচিবালয় থেকে জম্মু-কাশ্মীরের আলাদা পতাকা সরিয়ে ফেলা হয়েছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বজায় থাকার সময়ে সরকারি দফতরে ভারতের জাতীয় পতাকার পাশাপাশি ওই রাজ্যের আলাদা পতাকাও রাখা হতো। ৩১ অক্টোবর জম্মু-কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত কার্যকর হবে। সে দিনই রাজ্যের আলাদা পতাকা সরানোর কথা ছিল। কিন্তু আজই সচিবালয়ে কেবল ভারতের জাতীয় পতাকা ওড়ানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, অন্য সরকারি দফতর থেকেও রাজ্যের আলাদা পতাকা সরানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement