অযোধ্যার বিতর্কিত জমি থেকে বাবরি মসজিদ সরিয়ে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন নদবী। এই অবস্থান বোর্ডের অবস্থানের বিরোধী বলে নদবীকে বহিষ্কার করা হয়েছে।— ফাইল চিত্র।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) কার্যনির্বাহী সদস্য সলমন নদবী রবিবার বোর্ড থেকে বহিষ্কৃত হয়েছেন। অযোধ্যার বিতর্কিত জমি থেকে বাবরি মসজিদ সরিয়ে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন নদবী। এই অবস্থান বোর্ডের অবস্থানের বিরোধী বলে নদবীকে বহিষ্কার করা হয়েছে। জানানো হয়েছে এআইএমপিএলবি-র তরফে।
হায়দরাবাদে এআইএমপিএলবি-র ২৬তম প্লেনারি অধিবেশনে গতকাল বাবরি মসজিদ সরিয়ে নেওয়ার প্রস্তাব রেখেছিলেন সলমন নদবী। বিতর্কিত জমি থেকে মসজিদ সরিয়ে নেওয়া হোক, ওই জমিতে বিশ্ববিদ্যালয় তৈরি করা হোক। এমন প্রস্তাবই রেখেছিলেন নদবী।
আরও পড়ুন: জঙ্গির গুলিতে জখম মহিলা জন্ম দিলেন কন্যাসন্তানের
আরও পড়ুন: ৩০ ঘণ্টা পর জঙ্গি মুক্ত সেনা ঘাঁটি, হত ৫ সেনা, ৪ জঙ্গি