S jaishankar

এসসিও: বার্তা জয়শঙ্করের

কিরঘিজ়স্তানের বিশকেকে এসসিও-র কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট-এর ২২ তম অধিবেশনে বক্তব্য রাখেন জয়শঙ্কর।

Advertisement

সংবাদ সংস্থা

বিশকেক (কিরঘিজ়স্তান) শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ০৭:১১
Share:

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

আঞ্চলিক স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য শাংহাই কোঅপারেশন অর্গ্যানাইজেশন (এসসিও)-এর সদস্যদের উচিত একসঙ্গে কাজ করা। আজ চিনকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Advertisement

কিরঘিজ়স্তানের বিশকেকে এসসিও-র কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট-এর ২২ তম অধিবেশনে বক্তব্য রাখেন জয়শঙ্কর। তাঁর মতে, এসসিও-র আওতাধীন অঞ্চলে মধ্য এশিয়ার দেশগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চিনের অর্থনৈতিক করিডর নিয়ে আপত্তির কথা তুলে জয়শঙ্কর জানান, এসসিও অঞ্চলের মানুষদের সঙ্গে ভারতের গভীর বন্ধন রয়েছে। বৃহত্তর আর্থিক সহযোগিতার জন্য এই ঐতিহাসিক সম্পর্ককে নির্দিষ্ট ছাচে ফেলা উচিত। পণ্য চলাচলের পাশাপাশি এই অঞ্চলের মানুষের ঐতিহ্য, প্রথা, ভাষাগত সাদৃশ্যের কথাও উঠে আসে জয়শঙ্কর বয়ানে।

Advertisement

সাম্প্রতিক কালে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা আধিপত্যের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে এসেছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement