পুতিন এবং মোদী। ফাইল চিত্র।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণার পরেই বেশ কয়েক দফায় ফোনে আলোচনা হয়েছিল দুই রাষ্ট্রনেতার। সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনকে সরাসরি কথা বলার ‘পরামর্শ’ দিয়েছিলেন মোদী। যদিও সেই আলোচনার পরেও ইউক্রেন-সঙ্কট সমাধানের কোনও সূত্র মেলেনি।